Sunday, March 25, 2018

পাংশায় অধিকাংশ বিদ্যালয়ে নেই শহীদ মিনার


পাংশায় অধিকাংশ বিদ্যালয়ে নেই শহীদ মিনার

 মাসুদ রেজা শিশির  

রাজবাড়ীর পাংশায় অধিকাংশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার। হাতে গোনা কয়েকটি বিদ্যালয়ে শহীদ মিনার থাকলেও বেশির ভাগ বিদ্যালয়ে নেই শহীদ মিনার। আর যেসব বিদ্যালয়ে আছে সেগুলোও রয়েছে অযতœ অবহেলায়। শহীদ মিনার না থাকায় এই উপজেলার অধিকাংশ বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা মাতৃভাষা দিবসের গুরুর্ত্ব সম্পর্কে অকেবহাল নয়।  ফুল দেয়া তো দূরের কথা,চেনেনায় শহীদ মিনার সেটা থেকেও বঞ্চিত । অভিযোগ রয়েছে অনেক বিদ্যালয়ে পালনও করা হয়না শহীদ দিবস। বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় ৫ থেকে ৬ কিলোমিটার দূরে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাও নিবেদন করতে হয় শিশু শিক্ষার্থীদের। ১১১নং বালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র মোঃ বাদশা বলেন, আমরা কখনো শহীদ মিনার দেখিনি। শুধু বইতে ছবি দেখেছি। আমাদের বিদ্যালয়ে একটি শহীদ মিনার থাকলে আমারা চিনতে পারতাম। ৫ম শ্রেনীর ছাত্র সাজ্জাদ হোসেন জানান, বিদ্যালয় থেকে অনেক দূরে হওয়ায় আমারা কখনো শহীদ মিনারে ফুল দিতে যাই না। আমাদের বিদ্যালয়ে একটি শহীদ মিনার থাকলে আমার  ২১ শে ফেব্রুয়ারীতে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে ফুল দিতে পারতাম। শিক্ষকেরা বলছে,বিদ্যালয়ে শহীদ মিনার না থাকার জন্য শিক্ষার্থীদের অজানা থেকে যাচ্ছে ২১ ফেব্রুয়ারী কি? শহীদ মিনার থাকলে তাদের বাস্তবে জানানো বা বুঝানো যেতো ২১ শে ফেব্রুয়ারীর তাৎপর্য। এজন্য প্রতিটি বিদ্যালয়ে একটি করে শহীদ মিনার স্থাপন করা দরকার। বিগত দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে দেখা গিয়েছে কলাগাছ দিয়ে শিক্ষার্থীরা শহীদ মিনার নির্মান করে সেখানে শ্রদ্ধা নিবেদন করেছে। পাংশা উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পাংশা উপজেলাতে সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মিলে প্রায় ২০০ টির মত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে সরকারি উদ্যোগে শহীদ মিনার নির্মান করার নির্দেশ থাকলেও তা  আজও বাস্তবায়ন করা হয়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বছির উদ্দিন জানান, পাংশা উপজেলার অধিকাংশ বিদ্যালয়ে শহীদ মিনার নেই। যে সকল বিদ্যালয়ে শহীদ মিনার নেই তার তালিকা উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে। অচিরেই প্রতিটি বিদ্যালয়ে মিনি শহীদ মিনার তৈরি করা হবে। এদিকে শিশুরা আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে না জানায় তারা প্রকৃত ইতিহাস জানা থেকে রয়েছে বিরত।



শেয়ার করুন

0 facebook: