Wednesday, March 7, 2018

বিনা টিকেটে রেল ভ্রমন পার্বতীপুরে ১৫০ যাত্রীর জরিমানা

বিনা টিকেটে রেল ভ্রমন
পার্বতীপুরে ১৫০ যাত্রীর জরিমানা 

এম এ আলম বাবলু 

বিনা টিকেটে রেল ভ্রমনের দায়ে পার্বতীপুর রেলওয়ে জংশনে ১৫০ জন বিনা টিকেটের যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করা হয়েছে। আজ বুধবার সকালে পার্বতীপুর রেলওয়ে জংশনে বিশেষ অভিযান চালিয়ে বিনা টিকেটের যাত্রীদের ধরে তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। পার্বতীপুর রেলওয়ে জংশনে কর্তব্যরত টিকেটে কালেক্টর (টিসি) মোঃ বেলাল হোসেন জানান আজ বুধবার সকালে রেলওয়ের এএমই মিজানুল হক সরদার, টি আই মোঃ লুৎফর রহমান ও ষ্টেশন মাষ্টার জিয়াউল আহসানের নেতৃত্বে রেলওয়ের একটি বিশেষ  টিম। পার্বতীপুর রেলওয়ের ষ্টেশন এলাকায় বিনা টিকেটের যাত্রীদের ধরতে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন ট্রেনের আসা ১৫০ জন বিনা টিকেটের যাত্রী ধরে তাদের কাছ থেকে জরিমানাসহ ৯ হাজার ২শ ৮০ টাকা ভাড়া আদায় করা হয়। পার্বতীপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার জিয়াউল আহসান বলেন, পার্বতীপুর রেলওয়ে ষ্টেশনের চারদিকে খোলা হওয়ায় বিনা টিকেটের যাত্রী  নিবিঘেœ ট্রেন থেকে নেমে পালিয়ে যায়। তারপরেও আমরা সাধ্যমত বিনা টিকেটে যাত্রীদের ধরার জন্য তৎপর রয়েছি। 


শেয়ার করুন

0 facebook: