Saturday, March 31, 2018

পার্বতীপুরে হঠাৎ শিলাপাতে নিহত ১, ব্যাপক ক্ষয়ক্ষতি

পার্বতীপুরে হঠাৎ শিলাপাতে নিহত ১, ব্যাপক ক্ষয়ক্ষতি


মনজুরুল আলম

 দিনাজপুরের পার্বতীপুরে হঠাৎ প্রায় ২০ মিনিট স্থায়ী স্মরনকালের প্রচন্ড শিলাপাতে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ সৈয়দ আলী (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি বড়চন্ডিপুর চৈতাপাড়া গ্রামের মৃত লাল মিঞার পুত্র।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে হঠাৎ প্রচন্ড বেগে শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় নিহত সৈয়দ আলী তার ভাইসহ ঘরবাড়ী মেরামতের কাজ করছিল। হঠাৎ বিশাল আকৃতির শিলাখন্ড মাথায় পড়লে সে অজ্ঞান হয়ে পড়লে তিনি জ্ঞান হারায়ে ফেলেন এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান। শিলার আঘাতে ৫ ব্যক্তি আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছে। শিলাপাতে পৌরসভাসহ ১০ ইউনিয়ন ও পাশর্^বতী অঞ্চলের যে সব ঘরবাড়ী, দোকান পাট, শিক্ষা প্রতিষ্ঠানে টিন ছাউনি দেয়া ছিল সে সবের বেশি ভাগ শিলার আঘাতে টিন ফুটো হয়েছে। আমের মুকুলের ক্ষতি ব্যাপক। ৭০ বছর ও তার উর্ধের বয়স্ক ব্যক্তিরা বলেন, তাদের জীবদ্দশায় এমন বৃহৎ আকারের শিলা তারা দেখেনি। ভূপাতিত শিলার ওজন ছিল ১শ থেকে ৭শ গ্রাম পর্যন্ত। বাসটার্মিনালে অনেক মাইক্রোবাসের সামনের গ্লাস শিলার আঘাতে ভেঙ্গে গেছে। বিকেলে শহরের টিনের দোকানে টিন কেনার জন্য প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। সে সুবাদে দোকানিরা কিছুটা দাম বাড়িয়েছে বলে অভিযোগ শোনা গেছে।



শেয়ার করুন

0 facebook: