Wednesday, March 7, 2018

পাংশায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ’র সমাপনী


পাংশায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহর সমাপনী


মাসুদ রেজা শিশির 

 রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসর আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৮র পুরুস্কার বিতরনী ও আলোচনা সভার মধ্যদিয়ে সমাপনী অনুষ্ঠিত হয়েছে।। গতকাল বুধবার বিকালে পাংশা উপজেলা পরিষদ চত্বরে ৮টি ক্লাস্টার স্টল প্রর্দশনীতে অংশ নেয়। এদের মধ্যে প্রথম হয়েছে পাংশা সদর ক্লাস্টার,২য় শরিসা ক্লাস্টার ও ৩য় হয়েছে মাছপাড়া ক্লাস্টার। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার অঞ্জলী রাণী। পরে সকল ক্লাস্টারের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়।

সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পূনরায় উপজেলা পরিষদ এলাকায় গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। শোভাযাত্রায় ৫শতাধীক শিক্ষার্থী,শিক্ষক কর্মকর্তাগন অংশ গ্রহণ করেন। এ সময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ। উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন,উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল আলীম,সহকারী শিক্ষা অফিসার অঞ্জলী প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন

0 facebook: