Friday, March 30, 2018

পাংশায় ৬ষ্ঠ বারের মত চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল রঘুনাথপুর ক্রিকেট একাদশ

বইছে আনন্দের বন্যা

পাংশায় ৬ষ্ঠ বারের মত চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল রঘুনাথপুর ক্রিকেট একাদশ

মাসুদ রেজা শিশির 

 রাজবাড়ীর পাংশা সরকারী কলেজ মাঠে আয়োজিত  ক্রিকেট টুর্ণামেন্টে ৬ষ্ঠ বারের মত চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল পাংশা পৌর শহরের রঘুরাথপুর ক্রিকেট একাদশ। চ্যাম্পিয়ান হওয়ার গৌরবে এলাকায় ক্রিকেটমোদীদের মধ্যে আনন্দের বন্যা বইতে শুরু করেছে। ”মাদকমুক্ত যুব সমাজ গড়ার প্রত্যয়ে-আমরা লড়বো একসাথে” শ্লোগানকে সামনে রেখে বুধবার পাংশা সরকারী কলেজ মাঠে রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র মরহুম পিতা আবুল মাহমুদ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এ খেলায় রঘুনাথপুর ক্রিকেট একাদশ ও যশাই ক্রিকেট এ্যাসোসিয়েশন অংশ গ্রহণ করে। টসে জিতে রঘুনাথপুর ক্রিকেট একাদশ ব্যাড করতে নেমে ৯ ঊইকেটে ৩৭৩ রান করে জবাবে যশাই ক্রিকেট একাদশ ১৮১ রান করে অল আউট হয়। ফলে বিশাল রানের ব্যবধানে জয়লাভ করে ৬ষ্ঠ বারেরমত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন  করে রঘুনাথপুর ক্রিকেট একাদশ। এ খেলায় জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ১০২ রান করেন। খেলা শেষে টুর্ণামেন্টের আহবায়ক ও পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা, পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরী, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ,রাজবাড়ী পুলিশ সুপারের স্বামী সৈয়দ সেলিম সাজ্জাদ,পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন,মরহুম আবুল মাহমুদ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের সদস্য-সচিব উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দীপক কুমার কুন্ডু, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মির্জু সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাংশা শহরের লিজা হেল্থ কেয়ার এ ক্রিকেট টুর্ণামেন্টের পৃষ্ঠপোষকতায় ব্যাপক অবদান রেখেছে। ফাইনাল খেলা দেখতে পাংশা সরকারী কলেজের মাঠ কানাই কানাই পরিপূর্ণ ছিল দর্শকে। এ টুর্নামেন্টর আয়োজনে পাংশা সরকারী কলেজ মাঠে জাতীয় দলের খেলোয়াররা বিভিন্ন সময় খেলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন,আশরাফুল,খালেদ মাহমুদ সুজুনসহ জাতীয় দলের বিভিন্ন খেলোয়ারের ক্রিড়া নৈপূন্য এ মাঠ থেকে পাংশা বাসি দেখেছে। 



শেয়ার করুন

0 facebook: