Saturday, March 31, 2018

পার্বতীপুরে শিলা বৃষ্টি নিহত ১, আহত শতাধিক ॥ কয়েক হাজার ঘরবাড়ী ও ফসলের ব্যাপক ক্ষতি

পার্বতীপুরে শিলা বৃষ্টি নিহত ১, আহত শতাধিক ॥ 
কয়েক হাজার ঘরবাড়ী ও ফসলের ব্যাপক ক্ষতি

এম এ আলম বাবলু

দিনাজপুরের পার্বতীপুরে শুক্রবার দুপুরে ঘূর্ণিঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিলা বৃষ্টির আঘাতে এক ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে শতাধিক জন। এসময় ফসলের ব্যাপক ক্ষতি সহ টিনের চালাবিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও কয়েক হাজার বাড়ি ঘর ক্ষতি গ্রস্থ হয়েছে। শতকরা ৬০ ভাগ টিনের চাল শিলা পাথরের আঘাতে ফুঁটো হয়ে গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তির দাফনের জন্য শুক্রবার সন্ধায় তার পরিবারকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্থ বাড়ীঘর মেরামতের জন্য মানুষ যখন দিশেহারা ঠিক সেই মুহুর্তে টিন ব্যবসায়ীরা টিনের মূল্য বৃদ্ধি করে দিয়েছেন। ফলে মানুষ আরও বেশি বিপদে পরেছে।
শুক্রবার দুপুর ১২টায় পার্বতীপুর উপজেলায় ঘূর্ণিঝড় ও শিলা বৃষ্টি শুরু হয়। ১৫ মিনিট স্থায়ী শিলা বৃষ্টি ঘূর্ণিঝড়ে অসংখ্য ঘড় বাড়ি ও টিনের চাল ফুঁটো হয়ে যায়। উপজেলার ১০টি ইউনিয়নের আম, লিচু, ভুট্টা ও গমের ব্যপক ক্ষতি হয়েছে বলে জানাগেছে। শিলা পাথরের আঘাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চৈতাপাড়া গ্রামের সৈয়দআলী (৫৫) নামে এক ব্যাক্তি মারা গেছেন। সৈয়দআলী বাবার নাম মৃত লাল মোহাম্মদ। ঘূর্ণিঝড়ের সময় সে তার নিজ ঘরের টিনের চালা সংস্কার করছিলেন। শিলা পাথরের আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অন্যদিকে, পৌরসভার দক্ষিণপাড়া মহল্লার একজন গৃহিনী শিলা পাথরের আঘাতে আহত হন। একই সময় গোলামরসুল মিন্টু নামের এক ব্যক্তি (৫২) শহরের রোস্তমনগর মহল্লায় তার নিজ বাড়িতে শিলা পাথরের আঘাতে আহত হয়েছেন। এছাড়াও শিলার আঘাতে শতাধিক ব্যক্তি আহত হয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতি গ্রস্থ এলাকায় সরেজমিনে গিয়ে ক্ষয় ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে। মৃত সৈয়দ আলীর দাফনের জন্য শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে পাঁচ হাজার টাকা দেয়া হয়েছে। ক্ষতি গ্রস্থ মানুষেরা যখন বাড়ীঘর মেরামতের জন্য ব্যস্ত ঠিক সেই মুহুর্তে এলাকার টিন ব্যবসায়ীরা হঠাৎ করে টিনের মূল্য বৃদ্ধি করে দিয়েছে। ফলে ক্ষতিগ্রস্থরা আরও বেশি বিপদে পড়েছে। আজ শনিবার দুপুরে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহামুদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুক্রবারের শিলা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার ঘরবাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ বাড়ীঘরের তালিকা তৈরি করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। শিলার আঘাতে মৃত্যু সৈয়দ আলীর পরিবারকে তার দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে।



শেয়ার করুন

0 facebook: