Saturday, April 7, 2018

বাহাদুরপুর ও মাছপাড়া ইউনিয়নের অংশ গ্রহণ পাংশায় কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালা


বাহাদুরপুর ও মাছপাড়া ইউনিয়নের অংশ গ্রহণ
পাংশায় কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালা


পাংশা প্রতিনিধি  

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সম্মেলন কক্ষে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। সি.বি এইচ কমিউনিটি ক্লিনিক প্রকল্পের আয়োজনে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগীতায় গতকাল শনিবার   ৪র্থ ব্যাচের এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে। উপজেলার বাহাদুরপুর ও মাছপাড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান,ইউপি সচীব ও ইউনিয়ন পরিষদের সদস্যগন এ কর্মশালায় অংশ গ্রহণ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস শাহিদা আহম্মেদ,বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির শাকিল প্রমুখ। এর পূর্বে গত ২৭ মার্চ এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ,পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক সিভিল সার্জন ডা.এফএম শফিউদ্দিন পাতা,সাবেক সিভিল সার্জন ও প্রকল্পের জাতীয় সমন্নয়কারী ডাঃ আবু বক্কর সিদ্দিকি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার শফিকুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী,ডা.সির্দ্ধাথ শংকর বিশ্বাস,সেনিটারী ইন্সপেক্টর মোঃ তৌবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন

0 facebook: