Thursday, April 12, 2018

পাংশায় এইচ এসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

পাংশায় এইচ এসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ 


মাসুদ রেজা শিশির 

রাজবাড়ীর পাংশা সরকারী কলেজের এইচ এসসি পরীক্ষার্থীরা বৃহস্পতিবার পরীক্ষা শেষে বিক্ষোভ মিছিল করেছে,পরীক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছে। পাংশা আইডিয়াল গার্স কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নানের বিভিন্ন সেচ্ছাচারিতার প্রতিবাদে নানা শ্লোগান দিতে থাকে পরীক্ষার্থীরা পরে পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ এ,কে এম শফিকুল মোরশেদ আরুজ পরীক্ষার্থীদের শাস্ত করেন। পাংশা সরকারী কলেজের একাধীক এইচ এসসি পরীক্ষার্থী বলেন আইডিয়াল গার্স কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান পাংশা কলেজের শিক্ষার্থীদের সাথে বি-মাতা সুলভ আচরন করেন, নৈবিত্তিক প্রশ্ন নির্ধারিত সময়ের পরে দেওয়া হয় এবং ১/২ মিনিট আগেই তা জোর করে নিয়ে নেওয়া হয়। এ সকল অনিয়ম ও পুলিশি লাটি চার্জের বিরুদ্ধে পরীক্ষার্থীরা পাংশা বাজারসহ পাংশা সরকারী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। পরীক্ষার্থীরা বলেন অধ্যক্ষ আব্দুল মান্নান পুলিশ ডেকে এনে তাদের উপর লাঠিচার্জ করিয়েছে। এ ব্যাপারে আইডিয়াল গালর্স কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন পরীক্ষার্থীদের অবৈধ সুবিধা না দেওয়ায় তারা এরুপ আচরন করছে পুলিশের লাঠি চার্জের কথা তিনি অস্বীকার করেন। সিনিয়ন সহকারী পুলিশ সুপার  (পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম পাংশা সরকারী কলেজে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এ সময় পুলিশ কোন লাঠিচার্জ করেননি বলে তিনি জানান। 



শেয়ার করুন

0 facebook: