Monday, April 9, 2018

পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনির ভূ-গর্ভে পাথরের আঘাতে শ্রমিকের মৃত্যু

পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনির ভূ-গর্ভে পাথরের আঘাতে শ্রমিকের মৃত্যু


এম এ আলম বাবলু

দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনির ভূ-গর্ভের পাথর উত্তোলনের কাজ করার সময় অসাবধানতা বশত সজোরে ছিটকে আসা পাথরের আঘাতে মোস্তফা কামাল (৩৩) নামের এক পাথর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় পাথর খনির ভূ-গর্ভে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনির ভূ-গর্ভে কর্মরত ষ্টোপিন বিভাগের হেলপার মেকানিক মোস্তফা কামাল কর্মরত অবস্থায় সোমবার আনুমানিক সকাল ৯টায় অসাবধানতা বশত পাথরের টুকরো সজোরে ছিটকে এসে তার অন্ডকোষে আঘাত করলে ঘটনা স্থলেই সে মারাত্বকভাবে আহত হয়। সাথে সাথেই তাকে ভূ-গর্ভ থেকে তুলে জিটিসির মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাকে উন্নত চিকিৎসার জন্যে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে একই দিন দুপুর আনুমানিক সাড়ে ১২টায় তার মৃত্যু হয়। সে পাথর খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসির পাথর শ্রমিক এবং পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পূর্ব রসূলপুর গ্রামের ফজলে রহমানের পুত্র। পার্বতীপুর মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মোসলেম উদ্দীন মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন। 


শেয়ার করুন

0 facebook: