Monday, April 2, 2018

পাংশায় প্রধান শিক্ষককের বিরুদ্ধ লিখিত অভিযোগ ॥ প্রধান শিক্ষক বলছেন এসব সড়যন্ত্র


পাংশায় প্রধান শিক্ষককের বিরুদ্ধ লিখিত অভিযোগ প্রধান শিক্ষক বলছেন এসব সড়যন্ত্র


মাসুদ রেজা শিশির  

 রাজবাড়ীর পাংশা পৌর শহরের ০২ নং মৈশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন ক্যাডার মোসলেম উদ্দিন মোমেন বিভিন্ন অনিয়ম ফিরিস্তি তুলেধরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোড় দায়ের করেছে ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর অভিবাবকরা লিখিত অভিযোগে তারা উল্লেখ্য করেছেন বিভিন্ন সময় নানা অযুহাতে শিক্ষার্থীদের নিকট থেকে টাকা উত্তোলণ করে থাকে ওই প্রধান শিক্ষক,বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অর্থনৈতিক বিবেচনায় তাদের সাথে বি মাতাসূলভ আচরন করে,বিভিন্ন অযু হাতে বেশীর ভাগ সময় বিদ্যালয়ের বাইবে অবস্থান করাসহ বিভিন্ন অনিয়মের কথা ওই অভিযোগপত্রে রয়েছে ব্যাপারে ওই প্রধান শিক্ষক নন ক্যাডার মোসলেম উদ্দিন মোমেন বলেন এটা আমার বিরুদ্ধে একটি সাজানো সড়যন্ত্র আমার বিদ্যালয়ের কিছু শিক্ষক এর সাথে জড়িত আমি বিদ্যালয়ের শৃঘলা ফিরে আনতে কাজ করছি এসময় কিছু শিক্ষক নিজেদের সার্থের কারনে নামমাত্র কিছু অভিবাবদের দিয়ে রুপ একটি অভিযোগ পত্র দিয়ে আমাকে হেয় করার সড়যন্ত্র করছে মাত্র এদিকে ওই অভিযোগের কপিতে জন অভিববাক সই করেছেন তারা হলো মোছাঃ লিমা,রিনা,রুশিয়া,মোমেনা মোঃ ফরিদ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন বলেন ওই শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছিল শফিক নামের এক ব্যাক্তি তিনি পূনরায় ওই অভিযোগের কপি নিয়ে গেছেন জানাগেছে উপজেলা নির্বাহী অফিসার ছাড়াও অভিযোগের একটি কপি জেলা শিক্ষা অফিসারকে প্রদান করা হয়েছে



শেয়ার করুন

0 facebook: