Thursday, April 5, 2018

প্রাথমিক বৃত্তিতে হাজী ফজলুল হক মডেল হাই স্কুলে সাফল্য


                      প্রাথমিক বৃত্তিতে হাজী ফজলুল হক মডেল হাই স্কুলে সাফল্য 




শারমিন ইসলাম

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা- ২০১৭র ফলাফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে সরকার।  এ বছর ৮২ হাজার ৪৭৩ জনকে মেধার ভিত্তিতে ও সাধারণ কোঠায় নির্বাচন করা হয়েছে।  এর মধ্যে মেধা কোঠায় বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৯৮ জন।  আর সাধারণ কোঠায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৪৭৫জন 
নারায়ণগঞ্জ  জেলার  সিদ্ধিরগঞ্জ থানার হাজী ফজলুল হক মডেল হাই স্কুল   থেকে ২০১৭ সালের পিএসসি পরীক্ষায় ১২১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৬ জন বৃত্তি পেয়েছে।   হাজী ফজলুল হক মডেল হাই স্কুলের  প্রধান শিক্ষক মোঃ শফিউর রহমান  লিটন  জানান, বিদ্যালয় থেকে ২৭  জন শিক্ষার্থী পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।  তন্মধ্যে ট্যাল্টেপুলে জন শিক্ষার্থী  এবং সাধারণ গ্রেডে জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।  এদের মধ্যে নুসরাত ফেবেকান নাশিতা ট্যাল্টেপুলে এবং সামিউল আলম সানি,সুমাইয়া ইয়াসমিন রিয়া ,ফাহাদ বিন সারোয়ার সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ।   শিক্ষক-শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় এই ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে।  ইনশাল্লাহ আগামীতে আন্তরিকতার সাথে পাঠদানের মাধ্যমে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করে আরো ভালো ফলাফল করার আশা  করছি  এবং  সেই সাথে সবার সহযোগিতাও কামনা করছি।



শেয়ার করুন

0 facebook: