Thursday, April 5, 2018

পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ উচ্ছেদ অভিযান

পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ উচ্ছেদ অভিযান
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন‖জরিমানা আদায়।

এম এ আলম বাবলু

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ উচ্ছেদ বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আজ বুধবার সকালে এই অভিযান পরিচালিত হয়। এসময় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহারকারীদের অর্থ জরিমানা করা হয়।
রেলওয়ের স্থানীয় সূত্র থেকে জানা গেছে, পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকায় অবৈধভাবে রেলওয়ে বিদ্যুৎ ব্যবহারকারীদের প্রতিহত করতে আজ বুধবার সকালে পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। রেলওয়ে পশ্চিম অঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ডক্টর মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অবৈধ বিদ্যুৎ সংযোগ উচ্ছেদ অভিযানে অংশ নেন রেলওয়ে পশ্চিম অঞ্চলের প্রধান বিদ্যুৎ প্রকৌশলী প্রদীপ কুমার শাহা, রেলওয়ের পাকশী বিভাগীয় বিদ্যুৎ প্রকৌশলী খায়রুল ইসলাম, পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু তাহের মোঃ সামসুজ্জামান, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোঃ মনিরুল ইসলাম সহ স্থানীয় রেলওয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। অভিযানকালে ৮০টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ ও ব্যবহারের দায়ে রতন হোটেল সহ চার দোকানীর কাছ থেকে মোট ৪৩’শ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় অবৈধ বিদ্যুৎ সংযোগকারীদের ব্যবহৃত ১০০০ মিটার বিদ্যুৎ ক্যাবল উদ্ধার করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। 



শেয়ার করুন

0 facebook: