Saturday, April 7, 2018

পাংশায় ১৪৪ ধারা অমান্য করে ভবনে নির্মান কাজ করছে প্রভাবশালীরা


পাংশায় ১৪৪ ধারা অমান্য করে ভবনে নির্মান কাজ করছে প্রভাবশালীরা


পাংশা প্রতিনিধি 

 রাজবাড়ীর পাংশা পৌরসভার সরদার বাসষ্ট্যান্ডের পাশে মৈশালা মৌজায় বিরোধ পূন্য ভবনে নির্মানাধীন কাজের উপর ১৪৪ ধারা ভঙ্গ করে নির্মান কাজ করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখাযায় নির্মাণ শ্রমিকরা সেখানে কাজ করছে। এদিকে রাজবাড়ীর আদালতে কুয়েত প্রবাসীর স্ত্রী আলেয়া বেগম বাদী হয়ে ১৪৪ ধারায় মামলা দায়ের করেছে, ভবনের অংশিদার আমেরিকা প্রবাসী মোঃ আব্দুল মোমিন মন্ডলসহ ৪ জনের বিরুদ্ধে। মামলার বাদী আলেয়া বেগম সাংবাদিকদের জানান মোমিন মন্ডল ও তার ভাই -ভাইয়ের স্ত্রী ও তার ভাতিজা তাকে মারধর করেছিল ইতিপূর্বে সে সময় তিনি পাংশা হাসপাতালে চিকিৎসাও নিয়েছিলেন। আলেয়া বেগম বলেন আমার জমি ও বিল্ডিং দখল করে মোমিন মন্ডল বাসা ভাড়া দিয়ে গিয়েছে একই সাথে তার ভাই-ভাবী আমার ঘর দখল করে বসবাস করছে, আমি আইনের আশ্রায় নিয়েও তাদের আমার বিল্ডিং থেকে নামাতে পারছি না উল্টা তারা আমাকে নানা ভাবে হুমকি ধুমকি দিয়ে আসছে, আমি পাংশা পৌর মেয়র,প্যানেল মেয়রসহ গন্যমান্য ব্যাক্তিবর্গের নিকট বিষয় গুলো জানিয়েছি। এদিকে ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মান কাজ চলায় আমি ক্ষুদ্ধ বলে জানান আলেয়া বেগম। ১৪৪ ধারার মিসপি নং-১৭৪/১৮। এ ব্যাপারে উপস্থিত নির্মান শ্রমিকরা বলেন আমরা হাজিরার বিনিময় কাজ করছি,তবে তারা মালিকের ফোন নাম্বার দিতে না পারায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। এ ব্যাপারে পাংশা থানার এস আই মিরাজুল ইসলাম বলেন ১৪৪ ধারার আদেশ এর একটি কপি আমি পেয়েছি কাল (রবিবার) আমি ঘটনাস্থলে গিয়ে আদালতের নির্দেশ মোতাবেক কাজ করব।


শেয়ার করুন

0 facebook: