Monday, April 30, 2018

পার্বতীপুরে নেক ব্লাস্টে আক্রান্ত বোরো ধান ॥ দিশেহারা কৃষক

পার্বতীপুরে নেক ব্লাস্টে আক্রান্ত বোরো ধান ॥ দিশেহারা কৃষক


এম এ আলম বাবলু

দিনাজপুরের পার্বতীপুরের বিভিন্ন স্থানে বোরো ধান নেক ব্লাস্টে আক্রান্ত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। এই এলাকায় এবারে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও কিছু কছিু জমিতে ব্রি ধান-২৮ ও মিনিকেট ধান নেক ব্লাস্টে আক্রান্ত হওয়ায় কৃষকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। কি করবে তারা কিছু বুঝতে পারছে না। নেক ব্লাস্ট আক্রান্ত ধানের গোটা শীষ সাদা হয়ে যাচ্ছে। এ থেকে কোন ধান তারা পাবে না। ফলে কৃষকেরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে পার্বতীপুর উপজেলায় বোরো আবাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ২৪ হাজার ৪ শ ৩০ হেক্টর জমিতে কিন্তু আবাদ হয়েছে ২৪ হাজার ৭শ ৩০ হেক্টর জমিতে। ইতোমধ্যে বোরো ধান পাকাতে শুরু করেছে। বাম্পার ফলনেরও আশা করা হচ্ছে। ঠিক সেই মুহুতে কিছু কিছু জমির ধান নেক ব্লাস্টে আক্রান্ত হওয়ায় সে আশাতেও ভাটা পড়েছে। উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার মাহিয়া খাতুন  জানান তার গ্রাম দরগাপাড়ার মাঠের বেশ কিছু জমির ধান নেক ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। ফলে কৃষকদের মধ্যে হতাশ দেখা দিয়েছে। একই ইউনিয়নের পাথারীপাড়া গ্রামের কৃষক বাবলু রহমান জানান, তার জমির ধানও নেক ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। চন্ডিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কৃষক মোকলেছ আলীর জমির ধানও নেক ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে বলে জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মোঃ রওশন কবীরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন কিছু জমির ধান নেক ব্লাস্টে আক্রান্ত হয়েছে। তবে যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় তা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বর্তমানে নতুন করে আর কোন জমির ধান এ রোগে আক্রান্ত হচ্ছে না। 



শেয়ার করুন

0 facebook: