Saturday, April 21, 2018

পাংশার বি.কে দারুল ইহসান দাখিল মাদ্রাসার ঘর ঝড়ে লন্ডভন্ড হয়েছে

পাংশার বি.কে দারুল ইহসান দাখিল মাদ্রাসার ঘর ঝড়ে লন্ডভন্ড হয়েছে 


মাসুদ রেজা শিশির 

রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের বহলাডাঙ্গা-খামারডাঙ্গা দারুল ইহসান দাখিল মাদ্রাসার ঘর বৈশাখী ঝড়ো লন্ডভন্ড হয়ে গেছে। শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে পাঠদান গ্রহন করতে হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখাযায় গতকালের ছড়ো বাতাশে টিনের চাল উড়ে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখা গিয়েছে একই সাথে মাদ্রাসার চেয়ার চেঞ্চসহ সকল আসবাপত্র ভেঙ্গে ছন্ন ছাড়া হয়ে রয়েছে। এদিকে মাদ্রাসার ঘর ভেঙ্গে পড়ায় শিক্ষক শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। মাদ্রাসার সুপার মাওলানা মোঃ রফিকুল ইসলাম বলেন ২০০৪ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটির শিক্ষক এলাকাবাসীর সহযোগীতায় পাঠদান করে আসছিল হটাৎ ঝড়ো বাতাসে সব লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষতি সাধান হয়েছে। তিনি বলেন সরকারী সহযোগীতা না পেলে আমাদের এ ঘর নির্মান করা কষ্ঠ সাধ্য ব্যাপার হয়ে দাড়াবে তিনি বলেন আনুমানিক ৩ লক্ষাধীক টাকার ক্ষতি সাধান হয়েছে। এদিকে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল রব বিশ্বাস সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন একই সাথে মাদ্রাসার ঘরটি পূনঃ নির্মান করার ব্যপারে সকলের সহযোগীতা কামনা করেছেন। সভাপতি  আলহাজ্ব মোঃ আব্দুল রব বিশ্বাস বলেন শিক্ষার্থীদের চরম ক্ষতি হয়েছে সামনে তাদের পরীক্ষা রয়েছে তাই দ্রুত মাদ্রাসার ঘরটি পূনঃ নির্মান করা প্রয়োজন।  



শেয়ার করুন

0 facebook: