Friday, May 11, 2018

পার্বতীপুরে স্বর্ণ মুর্তি উদ্ধার নিয়ে তোলপাড়



পার্বতীপুরে স্বর্ণ মুর্তি উদ্ধার নিয়ে তোলপাড়

এম আলম বাবলু 

পার্বতীপুরে প্রাচীন পুকুর পাড় থেকে মূর্তি উদ্ধারের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে স্বর্ণ মূর্তিটি এক নজর দেখার জন্য শতশত নারী-পুরুষ ভীড় করে উপজেলার ঝাড়য়ার ডাঙ্গা হাই স্কুলে খবর পেয়ে গতকাল বুধবার দুপুরে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল হকসহ পুলিশ প্রশাসন পরে মুর্তিটি কাঁসা পিতলের তৈরী বলে গণমাধ্যম কর্মীদের জানানো হয়জানাযায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঝাড়ুয়ার ডাঙ্গা হাই স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী মমতাজ বেগম প্রাইভেট শেষে নিজ বাড়ী চৈতা পাড়ায় ফিরছিল পথে প্রাচীন পুকুর পাড়ের খেজুর গাছের নিচে স্বর্ণ রংঙের একটি মুর্তি কুড়িয়ে পায় পরে ওই ছাত্রী তার সহপাটিদের সাথে নিয়ে স্কুলের সহকারী শিক্ষক বিমল চন্দ্রের কাছে জমা দেন মুর্তিটি ওই শিক্ষক বিষয়টি কাউকে না জানিয়ে তা নিজ হেফাজতে রেখে বাড়ী চলে যান স্বর্ণ মূর্তি উদ্ধারের ঘটনাটি ছড়িয়ে পড়লে বুধবার সকাল থেকে শতশত মানুষ বিদ্যালয়ের সামনে ভীড় করেন মুর্তিটি দেখার জন্যপার্বতীপুর মডেল থানার উপ পুলিশ পরিদর্শক সাদেক আলী জানান, শহর থেকে স্বর্ণকার এনে মূর্তিটি পরীক্ষা করা হয়েছে মুর্তিটি কাঁসা-পিতলের বলে জানিয়েছেন স্বর্ণকাররা এটি লক্ষী মূর্তি উচ্চতা ইঞ্চির মতো যার ওজন ৩১০ গ্রাম মুর্তিটি উদ্ধার করে থানায় আনা হয়েছে মূর্তিটি দেখে মনে হচ্ছে কোন প্রতারক চক্র মূর্তিটি ফেলে রাখতে পারেন 



শেয়ার করুন

0 facebook: