Monday, May 28, 2018

পাংশার কসবামাজাইল ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট পেশ

 

পাংশার কসবামাজাইল ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট পেশ


মাসুদ রেজা শিশির 

 রাজবাড়ীর পাংশা উপজেলার ১০ নং কসবামাজাইল ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পেশ  করা হয়েছে। সচ্ছ ও জবাবদিহি মূলক ইউনিয়ন পরিষদ এবং জনগনের অংশ গ্রহণ মূলক শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার লক্ষে গতকাল ২৮ মে সোমবার কসবামাজাইল ইউনিয়ন পরিষদ চত্বরে ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কসবামাজাইল  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খানের সভাপতিত্বে ও রফিকুল ইসলাম দিদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোজাম্মেল হোসেন রোকন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কসবামাজাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এম.মাহমুদ হোসেন ইউনুস মিয়া,গ্রীনদ্র নাথ বিশ্বাস,নাদির হোসেন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনোদ কুমার বিশ্বাস,সাংবাদিক মাসুদ রেজা শিশির কসবামাজাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মান্নাফ মন্ডল,ইউপি সদস্য মোঃ জয়নুল আবেদীনসহ কসবামাজাইল ইউনিয়ননের ০৯টি ওয়ার্ডের পক্ষ থেকে প্রতিনিধিরা বক্তব্য রাখেন।  ইউনিয়ন পরিষদ সচিব জহুরুল ইসলাম ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য ১ কোটি,৫৮ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট পেশ করেন। এ সময় কসমামাজাইল ক্যাম্প আইসি তোফায়েল আহম্মেদ,ইউপি সদস্য গোলাম সরোয়ার,শাহ মোহাম্মদ মোফাখারুল আলম,রান্নুজামান,লিয়াকত আলী মোল্লা,খায়রুল খান,রহমত আলী,বাদশা মন্ডল,নাজমুন্নাহার,আলেয়া বেগম,নাজমুন্নাহার নাজমাসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ উন্মুক্ত বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন। পরে রোজাদারদের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।



শেয়ার করুন

0 facebook: