Thursday, May 24, 2018

বড়পুকুরিয়া কয়লা খনির সংকট নিরসনে ৩ সদস্যের কমিটি গঠিত


বড়পুকুরিয়া কয়লা খনির সংকট নিরসনে ৩ সদস্যের কমিটি গঠিত

এম এ আলম বাবলু

দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক ধর্মঘটের ১২ দিন অতিবাহিত হলেও এ সমস্যার বাস্তব সম্মত কোন সমাধান না হওয়ায় খনির অচলাবস্থা নিরসনের উদ্যোগ নিয়েছে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ। সমস্যা নিরসনে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৬ শে মে কমিটির সদস্যরা বড়পুকুরিয়া কয়লা খনিতে আসবেন এবং কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে তাঁরা আলোচনা করবেন বলে একটি নির্ভরশীল সূত্র থেকে জানা গেছে।
জানা যায়, পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) মোঃ মোস্তফা কামালকে আহব্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য সচিব হিসেবে আছেন জ্বালানী বিভাগের উপ-সচিব মুহা, মনিরুজ্জামান, কমিটির অন্য সদস্য হচ্ছেন হাইড্রোকার্বন ইউনিটের পরিচালক এ এস এস মঞ্জুরুল কাদের। গঠিত কমিটির সদস্যরা সব পক্ষের সঙ্গে আলোচনা করা করে প্রতিবেদন দাখিল করবেন।
এ ব্যাপারে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর ব্যবস্থপনা পরিচালক (এমডি) প্রকৌশলী হাবিব উদ্দিন আহম্মদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সংকট নিরসনে কমিটি গঠিত হয়েছে। তবে কবে থেকে কমিটির কাজ শুরু করবেন তা আমার জানা নেই।


শেয়ার করুন

0 facebook: