Friday, May 11, 2018

এ কেমন শত্র“তা! শত্র“তার জের ধরে গবাদি পশু হত্যা


কেমন শত্রতা!
শত্রতার জের ধরে গবাদি পশু হত্যা

 
মাসুদ রেজা শিশির 

 রাজবাড়ীর পাংশা পৌর শহরের অনতিদূরে মৌকুড়ী গ্রামের নজরুল ইসলাম স্বাবলম্বী হতে ২০১৫ সালে ২০টি গরু দিয়ে গড়ে তোলে একটি গবাদি পশু খামার বর্তমানে তার খামারে ৪৫টি গরু রয়েছে বুধবার রাত ১০টায় তার গরুর খামারে পূর্ব শত্রতার জের ধরে খাবারে বিষ মিশিয়ে গরুকে দেয় এসময় ৫টি গরু গুরুতর অসুস্থ হয়ে পড়ে তাৎক্ষণিক ২টি গরু মারা যায় অপর ৩টি গরুকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ বলেন, ৫টি গরুকেই বিষযুক্ত খাবার খাওয়ানো হয়েছে, এরমধ্যে ২টি গরু মারা গিয়েছে, অপর ৩টি গরু ২৪ ঘণ্টা পার না হলে কিছু বলা যাচ্ছে না খামারী নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আকবর বিশ্বাসের ছেলে শরিফের সাথে বিরোধ চলে আসছিল এরই জের ধরে গত মে রাতের বেলায় আমাকে আঘাত করে সপ্তাহ যাবৎ পাংশা হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে আমি কিছুটা সুস্থ্য আমার ধারণা শরিফ রাতের আঁধারে আমার খামারে ঢুকে ৫টি গরুকে বিষযুক্ত খাবার দিয়েছে ঘটনায় নজরুল ইসলামের ভাই ফজলু বাদী হয়ে পাংশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে স্থানীয়রা জানান, পশুর সাথে কেমন শত্রতা! খামারী নজরুল ইসলাম তার খামার নিয়ে উৎকণ্ঠায় দিনযাপন করছেন এঘটনায় তদন্তসাপেক্ষে তিনি ন্যায় বিচারের দাবী জানান



শেয়ার করুন

0 facebook: