Friday, May 11, 2018

পার্বতীপুরে স্বামীকে বেঁধে রেখেই কাজে যান আরজিনা


পার্বতীপুরে স্বামীকে বেঁধে রেখেই কাজে যান আরজিনা


এম আলম বাবলু 

চার্জার ভ্যান চালিযে জীবিকা নির্বাহ করতেন শাহজাহান আলী(৪৫) ঘুম থেকে উঠেই বের হতেন ভ্যান নিয়ে সারা দিনের রোজগারে চলতো তার সংসার সেই শাহজাহান এখন ঝুপড়ি টিনের ঘরে বন্দি শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তাকে মানসিক ভারসম্যহীন হয়ে পড়ায় এই পরিনতি ভোগ করতে হচ্ছে তাকে স্ত্রীর অভিযোগ অভাবের কারনে চিকিৎসা করতে পারছেন না স্বামীর কবিরাজের কাছে নিয়ে ঝাড়ফুঁক করিয়েও কাজ হয়নি বাধ্য হয়ে স্বামীকে শিকল দিয়ে বেঁধে রেখে কাজে যান তিনি শাহজাহান আলীর বাড়ী উপজেলার মমিনপুর ইউনিয়নের বড়হরিপুর পূর্ব মেড়েয়া গ্রামে তার পিতার নাম মৃত মোফাজ্জল হোসেনসরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, শাহজাহানকে পায়ে শিকল লাগিয়ে বাড়ীর বারান্দার বাঁশের খুটির সাথে বেঁধে রাখা হয়েছে রাতের বেলায় তার স্থান হয় ঘরের ভিতর সেখানে একটি চৌকির ওপর তার রাত কাটে ওই ঘরেই অস্বাস্থ্যকর পরিবেশে সে মলমূত্র ত্যাগ করেশাহজাহানের স্ত্রী আরজিনা বেগম বলেন, তার স্বামী ভাল ছিল চার্জর ভ্যান ছাড়াও দিন মজুরীর কাজ করত এক বছর আগে হঠাৎ করে সে পাগল হয়ে যায় বাড়ীতে উৎপাত শুরু করে বাড়ী থেকে বের হয়ে গেলে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় গ্রামের মানুয়ের হাতে কোন খাবার দেখলেই কেড়ে নিয়ে খায় হাটে গেলে দোকানে খাবার দেখলেই খাবার নিয়ে দৌড় দেয় এতে করে মানুষও বিরক্ত হয় তার উপর বাড়ী ভিটে ছাড়া তার কিছুই নাই এক মাত্র ছেলে লিটন বিয়ে করে নিজ সংসার নিয়ে ব্যস্ত কারনে তাদের খোঁজ রাখেন না দারিদ্রতার কারনে স্বামীর ঠিকমতো চিকিৎসা করাতে পারিনি তার পরেও কবিরাজের কাছে তাবিজ কবজ ঝাড়-ফুঁক করিয়েছি কোন কাজ হয়নি অর্থের অভাবে ডাক্তারী চিকিৎসা করাতে পারি নাই রাস্তায় মাটি কাটার কাজ করে কোন রকমে সংসার চালাই যে দিন মাটির কাজ থাকে না সে দিন প্রতিবেশিদের বাড়ীতে ঝি এর কাজ করি স্বামীকে বেঁধে রেখে কাজে যেতে হয় তাকেশাহজাহানের শালক রবিউল ইসলাম বলেন, অর্থের অভাবে শাহজাহানের সুচিকিৎসা হচ্ছে না দীর্ঘ এক বছর থেকে শাহজাহান শিকলে বাঁধা থাকলেও কেউ এগিয়ে আসেননিস্থানীয় ইউপি সদস্য কারিমুল ইসলাম বলেন, শাহজাহান পাগল হয়ে গেছে সে এখন শাহজাহান পাগলা নামে পরিচিত অর্থ অভাবে চিকিৎসা হচ্ছে না তার দারিদ্রতার কারনে তার স্ত্রী আরজিনাকে এলজিইডির মাধ্যমে মাটি কাটার কাজ দেওয়া হয়েছে সুচিকিৎসা পেলে স্বাভাবিক জীবনে ফিরে আসবে শাহজাহান



শেয়ার করুন

0 facebook: