Wednesday, May 30, 2018

পাংশায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সকলে মিলে চেষ্টা করলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব




পাংশায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সকলে মিলে চেষ্টা করলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব
..............বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি

মাসুদ রেজা শিশির 

 আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা সকলে চেষ্টা করলে অভিশপ্ত মাদক আমাদের সমাজ থেকে নির্মূল করা সম্ভব। আমাদের এলাকায় মাদক সম্রাট না থাকলেও মাদকের জমিদার-জোয়াদ্দাররা রয়েছে। তাদেরকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারলে অনেকাংশেই মাদক কমে যাবে। পুলিশের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে মাদক নির্মূল করা দূরহ হয়ে উঠেছে। অসাধু কিছু পুলিশ সদস্য নিজেরা সেবন করে মাদক এবং মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা নেয়ার কারণেই মাদকের এই বিস্তার। যার যার পরিবারের প্রতি লক্ষ্য রাখলেই মাদক গ্রহণ সহ এ ব্যবসা নির্মূল করা সম্ভব। আমরা নদী ভাঙন এলাকার মানুষ বালু উত্তোলনের কারনে এ অঞ্চলের অনেক জমি নদীগর্ভে বিলীন হয়েছে। আমাদের এলাকা থেকে কোনভাবেই ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতে দেয়া হবে না। যদি কেউ বালু ব্যবসা করতে চায় শর্ত মেনে পানি উন্নয়ন বোর্ডের নির্ধারিত এলাকার বাইরে করতে পারবে। তবে ভারী যানবাহন চলাচল করতে দেয়া হবে না। মাদক আমাদের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। এ থেকে সমাজকে বাঁচাতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কঠোর আন্দোলন করতে হবে। শুধু পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। আমাদের স্থানীয় জনপ্রতিনিধিরা চাইলে অল্প সময়ের মধ্যেই মাদক নির্মূল হবে বলে আমি মনে করি। গতকাল বুধবার বিকেলে পাংশা উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় কমিটির প্রধান উপদেষ্টা রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ, পৌর মেয়র আব্দুল আল মাসুদ, পাংশা থানার নবাগত ওসি মোঃ আহ্সান উল্লাহ্, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস শাহিদা আহমেদ, ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন

0 facebook: