Saturday, May 26, 2018

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক ধর্মঘট অব্যাহত,সংকট নিরসনে তদন্ত শুরু

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক ধর্মঘট অব্যাহত,সংকট নিরসনে তদন্ত শুরু

এম এ আলম বাবলু

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে আজ শনিবার ১৪ তম দিনের মতো শ্রমিক ধর্মঘট অব্যাহত রয়েছে। এদিকে সংকট নিরসনে গঠিত ৩ সদস্য বিশিষ্ট কমিটি কয়লা খনিতে পৌঁছে আজ শনিবার সকাল থেকে তাঁদের কার্যক্রম শুরু করেছে।
জানা গেছে, বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১৩ দফা ও ক্ষতিগ্রস্হ ২০ গ্রাম সমন্বয় কমিটির ৬ দফা দাবী বাস্তবায়নের দাবীতে গত ১৩ মে থেকে কয়লা খনির দেশীয় শ্রমিকেরা ধর্মঘট শুরু করে। যে ধর্মঘট বিরতিহহীন ভাবে চলছে। এ সমস্যা নিরসনে পেট্রোবাংলার পরিচালক(প্রশাসন) মোঃ মোস্তফা কামালকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য সচিব জ্বালানী বিভাগের উপ সচিব মুহা,মনিরুজ্জামান ও সদস্য হাইড্রোকার্বন ইউনিটের পরিচালক এ এস এম মন্জুরুল কাদের। গঠিত কমিটির সদস্যরা কয়লা খনিতে পৌঁছে আজ শনিবার সকাল থেকে তাঁদের কার্যক্রম শুরু করেছেন। এদিকে ধর্মঘটরত শ্রমিক ও ক্ষতিগ্রস্হ গ্রামবাসীরা বেলা ১১ টায় খনির গেটে বিক্ষোভ মিছিল ও সংবাদ সন্মেলন করেন। এতে বক্ত্যব রাখেন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আবু সুফিয়ান,সভাপতি রবিউল ইসলাম,ক্ষতিগ্রস্হ গ্রাম সমন্বয় কমিটির নেতা মুক্তিযোদ্ধা নুর ইসলাম,রওশন হাবীব প্রমুখ। এ সময় তাঁরা তাদের দাবী দাওয়া নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দেওয়া খোলা চিঠি পাঠ করে শোনান। পরে তাঁরা সংকট নিরসন কমিটির সাথে আলোচনায় বসেন।


শেয়ার করুন

0 facebook: