Tuesday, May 8, 2018

পাংশা কালুখালীতে ৩৬টি মাদ্রাসায় এপ্লাস পেয়েছে-০১ জন ফেল করেছে ২৮৯ জন -শতভাগ পাশ করেছে ২টি প্রতিষ্ঠান


পাংশা কালুখালীতে ৩৬টি মাদ্রাসায় এপ্লাস পেয়েছে-০১ জন ফেল করেছে ২৮৯ জন -শতভাগ পাশ করেছে ২টি প্রতিষ্ঠান

মাসুদ রেজা শিশির 

 রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলার মাদ্রাসা সমূহে ফলাফল বিপর্জয় ঘটেছে। ২টি উপজেলা থেকে মাত্র এক জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাংশা উপজেলার বয়রাট মাজাইল সিনিয়ন মাদ্রাসা ও জয়কৃষ্ণপুর মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। এর মধ্যে বয়রাট মাদ্রাসার শিক্ষার্থী ১জন এ প্লাস পেয়েছে। কালুখালী উপজেলার হোগলাডাঙ্গী এম আই কামিল মাদ্রসা কেন্দ্রে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্টানের ৩৩০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে এদের মধ্যে থেকে ১২৪ জন শিক্ষার্থী কৃতকার্য্য হয়েছে বাকী ২০৬ জন শিক্ষার্থী অকৃতকার্য্য হয়েছে। এদের মধ্যে পাতুরিয়া দাখিল মাদ্রাসায় ১৩,জন,বাংলাদেশ হাট মাদ্রাসায় ১৫জন,সূর্য্যদিয়া ৮ জন,হোগলাডাঙ্গী ৪৫জন,রায়নগন ১৫জন,চরদুলর্ভদিয়া ২১জন,বাস্তেপুর ১৮জন,মাজবাড়ী ১৯ জন,আরকান্দি দাখিল ২১জন ও সংগ্রামপুর দাখিল মাদ্রাসায় ২০জন অকৃতকার্য্য হয়েছে। পাংশা উপজেলার দাখিল কেন্দ্র-২টি এর মধ্যে পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র নং-১ এখানে বহলাডাঙ্গা খামারডাঙ্গা দারুল ইহসান দাখিল মাদ্রসা থেকে ১২ জন পরীক্ষা দিয়ে ৬জন পাশ করেছে ফেল করেছে ৬জন,সত্যজিৎপুর ৪ জনের মধ্যে পাশ করেছে ১ জন ফেল ৩,নাদুরিয়া ৩১ জনের মধ্যে পাশ করেছে ৩০ জন ফেল ১,পরানপুর দাখিল মাদ্রাসা ৩০ জনের মধ্যে ২৫ জন পাশ ফেল ৫,শাহজুই কামিল মাদ্রাসা ২৯ জনের মধ্যে ২৭ জন পাশ করেছে ফেল ২,বয়রাট মাদ্রাসায় ৩০ জন পরীক্ষা দিয়ে সকলেই কৃতকার্য্য হয়েছে জিপিএ-৫ পেয়েছে ১জন,রুপিয়াট ২০ জনের মধ্যে ১৪ জন পাশ করেছে ফেল ৬,পুইজোর ৩৪ জনের মধ্যে ২৬জন পাশ ফেল ৮,হলুদবাড়ীয়া ২৮ জনের মধ্যে ২৭ জন পাশ ফেল ১,মুছিদাহ ১৮ জনের মধ্যে ১৪জন পাশ ফেল ৪জন,তারাপুর ৩০ জনের মধ্যে ২৭ জন পাশ ফেল ৩,ডা.আব্দুল কাদের বালিকা দাখিল মাদ্রাসা ২০ জনের মধ্যে ১৭ জন পাশ ফেল ৩. জয়কৃষ্ণপুর মহিলা ফাজিল মাদ্রাসা ২২ জনের মধ্যে সকলেই পাশ করে শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে,জিবননালা ১৬ জনের মধ্যে ১১জন পাশ ৫জন ফেল। কেন্দ্র নং-২ পাংশা শাহজুই কামিল মাদ্রাসা কেন্দ্রঃ- পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা ২৭ জনের মধ্যে ২৩ জন পাশ করেছে ফেল ৪,মৈশালা ৩৭ জনের মধ্যে ৩৩ জন পাশ করেছে ফেল ৪,পাংশা প্রপার দাখিল মাদ্রাসা ৪৪ জনের মধ্যে ৪২ জন পাশ করেছে ফেল করেছে ২জন,গঙ্গানন্দদীয়া ১৯ জনের মধ্যে ১৭জন পাশ করেছে ফেল করেছে ২জন,চরঝিকড়ী মাদ্রাসা ২৭ জনের মধ্যে ২৪জন পাশ করেছে ৩জন ফেল,সেনগ্রামপাড়া দাখিল মাদ্রাসা ২৫ জনের মধ্যে ২৩ জন পাশ করেছে ফেল করেছে ২,কলিমহর দাখিল মাদ্রাসা ১৯ জনের মধ্যে ১৬ জন পাশ করেছে ফেল ৩,নওপাড়া ২৭ জনের মধ্যে ২৪ জন পাশ করেছে ফেল করেছে ৩জন,পারভেল্লাবাড়ীয়া দাখিল মাদ্রাসা ২৪ জনের মধ্যে ১৮ জন ফেল করেছে ৬,সমোমপুর দাখিল মাদ্রাসা ১৯ জনের মধ্যে ১৬ জন পাশ করেছে ফেল করেছে ৩ জন এবং সেনগ্রাম ফাজিল মাদ্রাসা থেকে ২১জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন কৃতকার্য্য হয়েছে একই সাথে ৪জন শিক্ষার্থী অকৃতকার্য্য হয়েছে এবারের দাখিল পরীক্ষায়। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা বলছেন দির্ঘদিন পর মাদ্রাসার ফলাফল কিছুটা খারাপ হয়েছে। তবে আগামী বছর এতো খারাপ হবে না বলে তারা আশাবাদ ব্যাক্ত করেছেন।



শেয়ার করুন

0 facebook: