Friday, May 25, 2018

পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারীকরণের প্রজ্ঞাপন জারী ॥ শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে বইছে আনন্দের বন্যা




পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারীকরণের প্রজ্ঞাপন জারী শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে বইছে আনন্দের বন্যা

মাসুদ রেজা শিশির 

রাজবাড়ীর পাংশার শতবর্ষী প্রাচীনতম বিদ্যালয় পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারীকরণের প্রজ্ঞাপন জারী করেছে সরকার সংবাদে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী,বিদ্যালয় সংশ্লিষ্ঠ ব্যাক্তিদের মধ্যে বইছে আনন্দের বন্যা  জানাগেছে গত ২১শে মে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারী করণের তথ্য পাওয়া গেছেজানাযায়, শিক্ষা মন্ত্রণালয় ২৪টি বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়কে সরকারী করণের প্রজ্ঞাপন জারী করেছে প্রজ্ঞাপনের তালিকায় পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি  রয়েছে নম্বর অবস্থানে ইতি পূর্বে বে-সরকারী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ সংক্রান্ত সেপ্টেম্বর ২০১৭ তারিখে অর্থ মন্ত্রণালয় অনাপত্তি প্রজ্ঞাপন জারী করেন এর প্রেক্ষিতে দলিল সম্পাদন সম্পন্ন করা হয় পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারীকরণ হওয়ার প্রজ্ঞাপন জারীর তথ্য জানার পর বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের মধ্যে আনন্দ-উৎসাহ জেগে ওঠে পাংশা জর্জ পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশেদা খাতুনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,রাজবাড়ী জেলা আওয়াসীলীগের সভাপতি,পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীগন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে পুনরায় প্রধান মন্ত্রী নির্বাচিত হতে পারেন এবং এমপি জিল্লুল হাকিম যাতে পুনরায় এমপি নির্বাচিত হয়ে এলাকা আরো বেশী উন্নয়ন কর্মকান্ডে অবদান রাখতে পারেন তার জন্য প্রচেষ্টা চালানোর দিঢ় প্রত্যয় ব্যক্ত করেন উল্লেখ্য  পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি ১৯১৬ সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার তারিখ ০৩/০১/১৯১৬ কলকাতা বিশ্ববিদ্যালয় ০১/০১/১৯১৯ সালে বিদ্যালয়টির প্রথম স্বীকৃতি প্রদান করে ০১/০১/১৯৮২ সালে প্রথম এমপিওভুক্ত হয় বিদ্যালয়টি বিদ্যালয়টি কারিগরি শাখার ১৯৯৬-৯৭ শিক্ষা বছরে প্রথম অনুমোদন লাভ পায় কারিগরি শাখায় এমপিওভুক্তি হয় ১৬/০৩/১৯৯৮ সালে শতবছরের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে জেএসসি এসএসসিতে সাফল্য রয়েছে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রচেষ্টা চালাচ্ছেন শিক্ষক, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটি রাজবাড়ী- আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তার আন্তরিক প্রচেষ্টার ফলেই বিদ্যালয়টি সরকারী করণ সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন সহকারী প্রধান শিক্ষক রাশেদা খাতুনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ

শেয়ার করুন

0 facebook: