Wednesday, June 13, 2018

পার্বতীপুর-ঢাকার মধ্যে ঈদ স্পেশাল ট্রেনের যাত্রা শুরু

পার্বতীপুর-ঢাকার মধ্যে ঈদ স্পেশাল ট্রেনের যাত্রা শুরু

এম এ আলম বাবলু

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রী সাধারনের স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে রেল ভ্রমনের সুবিধার্থে প্রতিবারের ন্যায় এবারও পার্বতীপুর - ঢাকা- পার্বতীপুরের মধ্যে ঈদ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুর ১ টা ১৫ মিনিটে পার্বতীপুর-ঢাকার মধ্যে ঈদ স্পেশাল ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। পার্বতীপুর রেলওয়ে জংশনের ১ নম্বর প্লাটফরম থেকে ছেড়ে যাওয়া ঈদ স্পেশাল ট্রেনের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন পার্বতীপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার জিয়াউল আহসান, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি এস এম আরিফুর রহমান, সাপ্তাহিক দিনাজপুরের কাগজের সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোহাম্মদ শামসুল হুদা, পৌর সভার কাউন্সিলর মঞ্জুরুল হক মঞ্জু প্রমুখ।

জানা গেছে, পার্বতীপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে পার্বতীপুরের মধ্যে স্পেশাল ট্রেন নামে ঈদ স্পেশাল ট্রেনটি আজ ১৩ই জুন থেকে ট্রেনটি চলাচল শুরু করল। ট্রেনটি পবিত্র ঈদুল ফিতরের যাত্রী পরিবহনের কাজে ১৩/০৬/২০১৮ ইং তারিখ থেকে ১৫/০৬/২০১৮ ইং তারিখ পর্যন্ত ঈদের পূর্বে চলাচল করবে এবং  ৩ দিন বিরতি থাকার পর ঈদের পরে ১৮/০৬/২০১৮ ইং থেকে ২৪/০৬/২০১৮ ইং তারিখ পর্যন্ত ট্রেনটি যথারীতি চলাচল করবে।  ট্রেনটি ঢাকা ছাড়বে রাত ১০টা ৫০ মিনিটে এবং পার্বতীপুর এসে পৌছাবে সকাল ৭ টা ৩০ মিনিটে। একই ভাবে ট্রেনটি পার্বতীপুর ছাড়বে দুপুর ১টা ১৫ মিনিটে এবং ঢাকা গিয়ে পৌছাবে রাত ৯ টা ৩০ মিনিটে।  চলাচলের উভয় পথে ট্রেনটি ফুলবাড়ী, বিরামপুর, পাচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার , আহসানগঞ্জ, মাধনগর, নাটোর, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়াল ব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, বঙ্গবন্ধু সেতু পূর্ব, মির্জাপুর, জয়দেবপুর, ঢাকা বিমানবন্দর ষ্টেশনে দাঁড়াবে। ট্রেনটিতে মোট ১৫টি বগি রয়েছে। সীট সংখ্যা মোট ১১৯২ টি। এর মধ্যে প্রথম শ্রেণিতে ৩৬টি শোভন চেয়ার ২৪৪টি ও শোভন ৯১২ টি। পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান জানান, ট্রেনটিতে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করনের জন্য রেলওয়ে পুলিশ মোতায়ন রয়েছে। পার্বতীপুর রেলওয়ে ষ্টেশনে মাস্টার জিয়াউল আহসান জানান, কর্তৃপক্ষের নিদের্শ মোতাবেক ট্রেনটি চলাচলের ব্যবস্থা নিশ্চিত করেছেন।





শেয়ার করুন

0 facebook: