Wednesday, June 13, 2018

বিদ্যুৎ যায় না মাঝে মধ্যে আসে পাংশায় পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি চরমে



 



বিদ্যুৎ যায় না মাঝে মধ্যে আসে



পাংশায় পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি চরমে

মাসুদ রেজা শিশির

রাজবাড়ীর পাংশায় পল্লী বিদ্যুৎ এর গ্রাহকরা অতিষ্ঠ হয়ে পড়েছে ঘন ঘন লোডশেডিং আর লো ভোল্টসের কারনে সন্ধ্যার পর থেকেই শুরু হয় লোডশেডিংয়ের মহা তান্ডব প্রতিদিনের ভোগান্তির শিকার হচ্ছে সর্বস্তরের মানুষ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে রকম ঘটনা প্রতিদিনের পাংশার শরিসা ইউপির বৃত্তিডাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য টার্কি খামারী সোহরাফ হোসেন বলেন পল্লী বিদ্যুৎ এর লোডশেডিং এর কারনে আমাকে খামার বাচাতে জেনারেটর ক্রয় করতে হয়েছে আমার খামারে ২৪ ঘন্টা বিদ্যুৎ লাগে এখানে টার্কির ডিম ভোটানো হয় বিদ্যুৎ ছাড়া টার্কিরও খুব অসুবিধা হচ্ছে তাই বাধ্য হয়ে জেনারেটর নিতে হয়েছে, তিনি বলে আমাদের এলাকায় দিনের বেশীর ভাগ সময় বিদ্যুৎ থাকে না, আবার সন্ধ্যার পর থেকেই শুরু হয় গভীর রাত পর্যন্ত অবস্থায় ব্যবসায়ী ছাড়াও শিক্ষার্থী,বাড়ীতে ছোট শিশুরা নানা সমস্যার সম্মুখিন হচ্ছে বৃত্তিডাঙ্গা বাজারের অপর এক ব্যবসায়ী বলেন / দিন পর পরই মাইকিং করে আজ সকাল থেকে টা পর্যন্তু বিদ্যুৎ থাকবে না এরুপ মাঝে মধ্যেই করা হচ্ছে,বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি হয়েছে তা হলে বিদ্যুৎ যাচ্ছে কোথায় এরুপ প্রশ্ন এখন ওই ব্যবসায়ীসহ সাধারণ গ্রাহকদের



বিদ্যুতের লুকোচুরি খেলা গ্রাহকরাদের সমস্যা সমাধানে কার্যক্রর ভূমিকা গ্রহনের দাবী গ্রাহকদের খামার ডাঙ্গা জামে মসজিদের খতিম হাফেজ ইকবাল হোসেন বলেন মাহে রজমানেই তাদের লোডশেডিং বন্ধ হয়নি বরং বেড়ে গিয়েছে অনেক দিন ইফতারের সময় কখনও তাড়াবির নামাজের সময় বিদ্যুৎ গিয়ে ঘন্টার পর ঘন্টা আসার নাম থাকে না আমাদের মুসলিদের অনেক কষ্ট করে নামাজ আদায় করতে হয় বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন প্রায়দিনই  সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকার কারণে পড়ালেখা করতে চরম দুর্ভোগের শিকার হতে হয় বিদ্যুৎ মাঝে মাঝে আসলেও কিছুক্ষণ থাকার পর আবার চলে যায় এতে পড়ালেখা করতে অমনোযোগী করে তুলছে পরিস্থিতি থেকে পরিত্রানের দাবী জানান সর্বস্তরের পল্লী বিদ্যুৎ এর গ্রাহকরা পাংশার পল্লী বিদ্যুৎ এর গ্রাহকদের মূখে মুখে শুনা যায় বিদ্যুৎ যায় না মাঝে মধ্যে আসে


শেয়ার করুন

0 facebook: