Sunday, June 10, 2018

পাংশার সেকেন্দার আলীকে ফাসাতে আদালতে মামলা করেছে পুলিশ সদস্য’র ভাই



পাংশার সেকেন্দার আলীকে ফাসাতে আদালতে মামলা করেছে পুলিশ সদস্যর ভাই

মাসুদ রেজা শিশির 

 রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির সুলয়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে সেকেন্দার আলীকে মিথ্যা মামলা দিয়ে ফাসাতে মরিয়া হয়ে উঠেছে রাজবাড়ীর কালুখালী থানার এক পুলিশ সদস্য বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই পুলিশ সদস্যর ভাই পাবনা জেলার কাশিনাথপুর উপজেলার রাশেদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় ৮লক্ষ টাকার দাবী করা হয়েছে। এ ব্যাপারে সেকেন্দার আলী বলেন আমাকে ফাসাতে আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ওই পুলিশ সদস্যর ভাই একটি কাজের জন্য ৫ লক্ষ টাকা প্রদান করেছিল ব্যাংক একাউন্টের মাধ্যমে সে কাজটি তাদের মিথ্যা তথ্যের কারনে হয়নি । কাজ না হওয়ায়  তদের ইতি মধ্যে ইসলামী ব্যাংক যার হিসাব নং-১৩০১৪ কাশিয়ানি,পাবনা শাখার মাধ্যমে গত ১২-২-২০১৮ ইং তারিখে ০১ লক্ষ,২৬-০২-১৮ ইং তারিখে ৪০ হাজার,২৬-০৩-১৮ ইং তারিখে ৬০ হাজার মোট ২লক্ষ টাকা প্রদান করা হয়েছে। বাকী টাকা ফেরত দেওয়ার কথা রয়েছে, এরই মধ্যে আমাকে ফাসাতে একটি কুচক্রী মহলের ইন্দ্বনে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে যা সম্পূন্য মিথ্যা বানোয়াট। এ ব্যাপারে ওই পুলিশ সদস্য ২লক্ষ টাকা পাওয়ার কথা স্বীকার করে বলেন ৫লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে দিয়েছিলাম আর বাকী টাকা সরাসরি দিয়েছে বলে তারা দাবী। এ ব্যাপারে কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান বলেন আদালত থেকে বিষয়টি তদন্তের জন্য আমার বরাবর পাঠিয়েছিলেন আমি তদন্ত করে ৫ লক্ষ টাকার প্রমান পেয়েছি যা বিবাদীরা স্বীকার করছে এবং ওই টাকা পরিষদ করতেও তারা রাজী বলে আমাকে জানিয়েছেন। সেকেন্দার আলী বলেন আমার বিরুদ্ধে মামলা করে পুলিশ দিয়ে হয়রানীর চেষ্টা করা হচ্ছে।


শেয়ার করুন

0 facebook: