Tuesday, June 12, 2018

পাংশা আজিজপুর রশীদিয়া কাওমি মাদ্রাসার ১৩ শিক্ষার্থী বোর্ড ষ্ট্যার করেছে




পাংশা আজিজপুর রশীদিয়া কাওমি মাদ্রাসার ১৩ শিক্ষার্থী বোর্ড ষ্ট্যার করেছে
মাসুদ রেজা শিশির ॥ রাজবাড়ীর আজিজপুর রশীদিয়া কাওমিয়া মাদ্রাসা থেকে এবছর বাংলাদেশ কাওমী মাদ্রাসা শিক্ষা বোডর্, বেফাক ও বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের অধিনে পরীক্ষা দিয়ে ১৩ জন শিক্ষার্থী বোর্ড ষ্ট্যার করেছে একই সাথে ২০ জন শিক্ষার্থী ১ম বিভাগ অর্জন ও ৭জন ২য় বিভাগসহ শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করে প্রতিষ্ঠানটির মান উজ্জল করেছে। গতকাল মঙ্গলবার আজিজপুর রশীদিয়া কাওমিয়া মাদ্রাসায় গিয়ে দেখাযায় মনোরোম পরিবেশে শিক্ষার্থীরা দ্বীনি শিক্ষা গ্রহণ করছে মনোমুগ্ধকর শৃঘলার মধ্যদিয়ে। এ সাফল্য অর্জন করায় প্রতিষ্ঠানের সকল শিক্ষক পরিচালনা পরিষদের সকল সদস্যসহ এলাকাবাসি সৃষ্ঠিকর্তার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন। মাদ্রাসার নায়েবে মুহতামীম মাওলানা আব্দুল আলিম বলেন আমরা চেষ্ঠা করে যাচ্ছি আরো ভাল করার জন্য সকলের সার্বিক সহযোগীতা পেলে আরো ভাল ফলাফল অর্জন করা সম্ভব। পবিত্র ঈদুল ফিতরের পর থেকেই মাদ্রসায় শিক্ষার্থী ভর্তি চলবে বলেও তিনি জানিয়েছেন। বর্তমানে ওই শিক্ষা প্রতিষ্ঠানে ২৮০ জন শিক্ষার্থী অধ্যায়ন করছে মাদ্রাসা একটি ৪ তলা বিশিষ্ঠ ভবন নির্মাণের কাজ চলছে মাদ্রাসা কৃতপক্ষ এ ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করছেন।

শেয়ার করুন

0 facebook: