Tuesday, July 24, 2018

পাংশায় উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

শ্রীশ্রী জগন্নাথদেব ফিরলেন নিজ মন্দিরে

পাংশায় উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব


মাসুদ রেজা শিশির 

উল্টো রথ টানার মধ্য দিয়ে রবিবার শেষে হয়েছে সনাতন ধর্মাবলম্বীদরে অন্যতম ধর্মীয় পর্ব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। উল্টো রথের মধ্যে দিয়ে শ্রীশ্রী জগন্নাথদেব ফিরলেন নিজ মন্দিরে। গত ১৪ জুলাই রথযাত্রা উৎসব শুরু হয়। রথযাত্রা উপলক্ষে গতকাল রবিবার পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা উল্টো রথ টানায় অংশ নেয়। উল্টো রথে জগন্নাথ দেবকে গুন্ডিচা মন্দির থেকে লীলাচলে জগন্নাথ দেবের মন্দিরে নিয়ে আসা হয়। এর আগে রথযাত্রার শুরুর দিন লীলাচল থেকে জগন্নাথ দেবকে গুন্ডিচা মন্দিরে নেওয়া হয়। কথিত আছে, সত্যযুগে ইন্দ্রদন্য রাজার স্ত্রী গুন্ডিচাকে শ্রীকৃৃষ্ণ সন্তান হিসেবে প্রতিবছর নয়দিন তাঁর কাছে থাকার প্রতিশ্র“তি দিয়েছিলেন। সেই প্রতিশ্র“তি রাখার জন্যই রথের শুরুর দিন গুন্ডিচা মন্দির থেকে লীলাচলে জগন্নাথ দেবের মন্দিরে নিয়ে আসা হয়। উল্টো রথযাত্রা উপলক্ষে পাংশা রথযাত্রা পরিচালনা কমিটি নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান মালা। এর মধ্যে হরিনাম সংর্কীতন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলী র্কীতন, আরতি র্কীতন, ভাগবত কথা, সাংস্কৃতকি অনুষ্ঠান ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করা হয়। পাংশা পৌর শহরে রবিবার বিকালে উল্টো রথযাত্রা উৎসবে উপস্থিত ছিলেন,পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহ্সান উল্লাহ, পাংশা উপজেলা পুুজা উদ্যাপন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী সুব্রত কুমার দাস সাগর’সাধারণ সম্পাদক শ্রী নির্মল কুমার কুন্ডু,হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু, শ্রী দিপক কুমার কুন্ডু,শ্রী ভজোগোবিন্দ দে,স্বপন কুমার বিশ্বাস,লিটন বিশ্বাসসহ সনাতন ধর্মালম্বীরা এ উৎসবে উপস্থিত ছিলেন।



শেয়ার করুন

0 facebook: