Wednesday, July 18, 2018

পাংশায় সরকারি জায়গা দখল করে বহুতল ভবন নির্মান ॥ ইউএনও’র নিকট লিখিত অভিযোগ দায়ের

পাংশায় সরকারি জায়গা দখল করে বহুতল ভবন নির্মান ॥ ইউএনও’র নিকট লিখিত অভিযোগ দায়ের

মাসুদ রেজা শিশির 

  রাজবাড়ী পাংশা পৌর শহরের ৩নং ওয়ার্ডের নারানপুর মৌজার ৯০/৯৩ নং দাগে সরকারী রাস্তার জমি দখল করে বহুতল ভবন নির্মান করার অভিযোগ উঠেছে নারানপুর গ্রামের থানা পাড়ার সুধীর কুমার বিশ্বাসের ছেলে সুজিত কুমার বিশ্বাসের বিরুদ্ধে। ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের চলাচল ও পানি নিঃস্কাশন মারাক্তক ভাবে হুমকির মুখে পড়ে যাবে সেখানে ওই ভবন নির্মিত হলে।  জনসার্থে এলাকাবাসির পক্ষে রাজবাড়ী জেলা পরিষদ সদস্য,পাংশা উপজেলা আ.লীগের নেতা ওই এলাকার বাসিন্দা বিশিষ্ঠ ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের নিকট লিখিত অভিযোগ প্রদান করেছেন। উপজেলা নির্বাহী অফিসার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন আমি তাৎক্ষনিক পৌর তৌশলীলদার ও আমাদের সার্ভেয়ারকে নিদের্শ দিয়েছি কাজ বন্ধ করতে একই সাথে সরকারী জমির উপর কোন স্থাপনা থাকলে তা আইনাকুক ব্যবস্থা গ্রহন করার কথা বলেন। অভিযোগ সুত্রে জানাগেছে বেশ কিছু দিন ধরে সুজিত কুমার বিশ্বাস সেখানে বহুতল ভবন নির্মানের কাজ করছে স্থানীয়রা বাধা দিলে তিনি তাদেরকে হুমকি ধুমকি প্রদান করেন। এ ঘটনায় পাংশা পৌর মেয়র এর নিকটও লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল বলে জানাগেছে তবে সে অভিযোগের পরও সুজিত কুমার বিশ্বাস সেখানে গায়ের জোরে কাজ করায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু বলেন আমরা স্থানীয় ভাবে তাদের বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি পৌর মেয়রকে বলেছি কোন কাজ হয়নি তাই বাধ্য হয়ে এলাকাবাসির পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত ভাবে বিষয়টি জানিয়েছি সরকারী রাস্তা-জমি তারাই রক্ষা করবেন বলে আমার বিশ্বাস। এ ব্যাপারে সুজিত কুমার বিশ্বাস বলেন পৌর মেয়র এর কথা মেনেই আমি কাজ করছি এখানে অনেকেই সরকারী জমি দখল করে আছে শুধু আমি নয় অন্য যারা দখল করে আছে তাদের বিরুদ্ধে আমিও লিখিত অভিযোগ দিব।



শেয়ার করুন

0 facebook: