Wednesday, July 18, 2018

পাংশায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত


পাংশায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত 


মাসুদ রেজা শিশির 

 রাজবাড়ীর পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বুধবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা ও শ্রেষ্টদের মধ্যে সনদপত্র ও উপহার প্রদান অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পিত পরিবার সু রক্ষিত মানবাধিকারপ্রতিপাদ্যকে সামনে রেখে সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদর সভাপতিত্বে ও পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার সফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস শাহিদা আহম্মেদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ নুরুল ইসলাম,পাংশা প্রেসক্লাবের সভাপতি মোক্তার হোসেন প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বলেন আমাদের সরকারের আমলে দেশের সকল সেক্টরে উন্নয়ন হচ্ছে তারই ধারাবাহিকতায় পরিবার পরিকল্পনা বিভাগেরও উন্নয়ন সাধিত হয়েছে,তিনি আরো বলেন আমাদের যে শ্লোগান রয়েছে ২টি সন্তানের বেশী নয় ১টি হলে ভাল হয়এই শ্লোগান বাস্তবায়ন হলে আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ হবে এইক সাথে আমাদের জনসংখ্যাকে জন শক্তিতে পরিনিত করতে হবে। পরে পরিবার পরিকল্পনা বিভাগে বিভিন্ন পর্যায়ে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্টত্ব অর্জন কারী ব্যাক্তিদের মধ্যে সনদপত্র ও উপহার বিতরণ করা হয়েছে।   


শেয়ার করুন

0 facebook: