Thursday, July 5, 2018

পাংশা মৎস্য চাষীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ

পাংশা মৎস্য চাষীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ


মাসুদ রেজা শিশির 

 রাজবাড়ীর পাংশায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিচারাল টেকনোলজি প্রোগ্রাম ২য় পর্যায় প্রকল্প (এনএটিপি-২) ও ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায় আওতায় সিআইজি সদস্য ও আরডিদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস শাহিদা আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম। আলোচনা শেষে মৎস্য চাষীদের ন্যাশনাল এগ্রিচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) প্রকল্পের আওতায় ৪০ জন মৎস্য চাষীদের মাঝে ৬ বস্তা দানাদার খাদ্য, ১ বস্তা চুন, ১০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি টিএসপি সার, দেড় মণ মাছের পোণা প্রভৃতি। ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায় আওতায় ৭ জনের মধ্যে ৬২০০ মনোসেক্স পোণার জন্য ২৪ বস্তা দানাদার খাদ্য, কার্প চাষীদের ১১ বস্তা দানাদার খাদ্য, নার্সারীর জন্য ১৪ বস্তা দানাদার খাদ্য প্রদান করা হয়। এছাড়াও জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ৮৮ বস্তা মাছের দানাদার খাদ্য, ১টি ডিজিটাল ওয়েট মেশিন, ১টি বালতি, ১টি পাতিল, ১২৫ বস্তা চুন, ২৫০ কেজি ইউরিয়া সার, ১২৫ কেজি টিএসপি সার, ৫০০ কেজি খৈল, ১টি মগ, ১টি হাপা জাল প্রভৃতি প্রদান করা হয়।
 




শেয়ার করুন

0 facebook: