Thursday, August 9, 2018

পাংশায় প্রাথমিক শিক্ষার প্রশ্ন কাঠামো অনুসরণ না করেই প্রশ্ন প্রস্তুত করে পরীক্ষা গ্রহণ

পাংশায় প্রাথমিক শিক্ষার প্রশ্ন কাঠামো অনুসরণ না করেই প্রশ্ন প্রস্তুত করে পরীক্ষা গ্রহণ


মাসুদ রেজা শিশির 

 চলতি বছর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন জাতীয় কর্মশালার মাধ্যম চুড়ান্ত করা হয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক প্রতি বিষয়ে শতভাগ যোগ্যতাভিত্তিক প্রশ্ন হবে। কিন্তু রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে ৫ম শ্রেণীর ২য় সাময়িক পরীক্ষায় ইংরেজী প্রশ্নমালায় দেখা যায় ভিন্ন চিত্র। নিয়ম রয়েছে ইংরেজী প্রশ্নপত্রে  ১-৪ নং প্রশ্নের উত্তর দিতে সিন প্যাসেজ লক্ষ্য রেখে। কিন্তু ১নং প্রশ্ন শূন্যস্থান পূরণে যে শব্দগুলি দেয়া হয়েছে তা প্যাসেজের মধ্যে নেই। ৩নং প্রশ্নে নিয়ম রয়েছে জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও প্রয়োগ রেখে প্রশ্ন করার। কিন্তু প্রশ্নে দেখা যায় ছয়টি প্রশ্নের মধ্যে ৫টিই জ্ঞানমূলক প্রশ্ন ও ১টি অনুধাবনমূলক প্রশ্ন দেয়া হয়েছে। ৩নং প্রশ্নের মধ্যে কোন প্রয়োগ নাই। যা নেপ ও উপজেলা শিক্ষা অফিস কর্তৃক প্রদত্ত সিলেবাসের প্রশ্ন কাঠামোরসাথে কোনরূপ মিল নেই একাধিক শিক্ষকদের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়। পাশাপাশি ১০নং প্রশ্নে ‘এ’ নং প্রশ্ন জ্ঞানমূলক হওয়ার কথা থাকলেও অনুধাবনমূলক হয়েছে। এছাড়াও ১১ ও ১২ নং প্রশ্নের নির্দেশনা সঠিক হয়নি বলে শিক্ষকরা জানান। নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক বলেন প্রশ্ন ভূল হয়েছে এ কথা আমরা বলতে গিলে শিক্ষা অফিস আমাদের সাথেই দূব্যবহার করবে তাই আমরা শিক্ষকরা এ নিয়ে কথা বলি না।  বর্তমান সরকার প্রাথমিকে শতভাগ যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম চালু করেছে। সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদেরকে যোগ্য করে তুলবে। কিন্তু নেপ প্রদত্ত কাঠামো অনুসরণ না করার কারণে কোমলমতি শিক্ষার্থীরা সাফল্য অর্জনে ব্যর্থ হবে বলে শিক্ষকদের আশঙ্কা। এ ব্যাপারে পাংশা উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন জানান, প্রাথমিকে প্রথমবারের মত সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন করায় কিছু ভুলত্রুটি থাকতে পারে। প্রাথমিকে সৃজনশীলের কোন মাস্টার ট্রেইনার না থাকায় কিছু ভুল হয়েছে। আগামী মডেল টেস্ট পরীক্ষায় নেপ প্রদত্ত কাঠামো অনুসরণ করে শতভাগ সঠিক প্রশ্ন করার আমরা চেষ্টা করব। 



শেয়ার করুন

0 facebook: