Sunday, August 5, 2018

পাংশায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে সর্বহারার সক্রিয় সদস্য চরমপন্থী কিলার লালন নিহত ॥ অস্ত্র গুলি উর্দ্ধার

পাংশায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে সর্বহারার সক্রিয় সদস্য চরমপন্থী কিলার লালন নিহত ॥ অস্ত্র গুলি উর্দ্ধার 

মাসুদ রেজা শিশির 

 রাজবাড়ীর পাংশা উপজেলার হাসাবপুর ইউপির চরআফড়া গ্রামের কাটা জোলা খাল এলাকায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে শুক্রবার রাত ২ টার দিকে লাল পতাকা সর্বহারা বাহিনীর সক্রিয় সদস্য চরমপন্থী কিলার লালন নিহত হয়েছে। এ ঘটনায় ২জন পুলিশ সদস্য আহত হয়েছে। লালন পাবনা জেলার সুজানগর থানার গোবিন্দপুর গ্রামের জিতেন হালদারের ছেলে। লালন হালদার পাংশার পদ্মা নদী এলাকায় বালি ব্যবসা করত বলে জানাগেছে। বাহাদুরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সাজেদুর রহমান জানান লালন হালদার লালপতাকা বাহিনীর জুলহাস বাহিনীর সেকেন্ট ইন কমান্ডার ছিলেন তার বিরুদ্ধে রাজবাড়ী,বালিয়াকান্দি,ফরিদপুর থানায় একাধীক মামলা রয়েছে এবং ২ মামলার সে সাজা প্রাস্ত আসামী ছিলেন,গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে চরআফড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় পরে তার স্বীকার উক্তি মোতাবেক অস্ত্র উর্দ্ধার করতে কাটা জোলা এলাকায় গেলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা লালনের সহযোগীরা পুলিশকে লক্ষ কে গুলি করে এসময় পুলিশও পাল্টা গুলি চালায় পরে গুলিবৃদ্ধ অবস্থায় তাকে উর্দ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ সময় ঘটনা স্থল থেকে একটি একনালা বন্ধুক,একটি শার্টার গান,২ রাউন্ড তাজা কার্তুজ,৪টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ক্যাম্প ইনচার্জ আরো জানান লালন হালদার পেশাদার কিলার ছিল টাকার বিনিময় মানুষ হত্যা করাই ছিল তার কাজ। শুক্রবার সকালে নিহত লালন হালদারের লাশ রাজবাড়ীর মর্গে প্রেরণ করা হয়েছে। 



শেয়ার করুন

0 facebook: