Friday, August 31, 2018

নানা ভোগান্তিতে পথচারীরা........ পাংশার বিত্তিডাঙ্গায় সড়কের উপর পাটের হাট!




নানা ভোগান্তিতে পথচারীরা........পাংশার বিত্তিডাঙ্গায় সড়কের উপর পাটের হাট!

মাসুদ রেজা শিশির 

রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের বিত্তিডাঙ্গায় সপ্তাহের শুক্র সোমবার সড়কের উপর পাট পিয়াজের  বাজার বসছে নিয়মিত এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছে পথচারীরা সোমবার শুক্রবার সকাল ৭টা থেকেই পাটের বাজার যা প্রায় ১২ টা থেকে ১টা পর্যন্তু চলে অপর দিকে দুপুর ২টা থেকে পড়ন্ত বিকাল পর্যন্তু চলে পিয়াজ,রসুন ধানসহ মৌসুমী ফসলের বাজার বাজারে যোগাযোগ ব্যবস্থা ভাল থাকায় ওই এলাকার বিভিন্ন গ্রামের কৃষকের উৎপাদিত ফসল বিক্রি করে আসছে দির্ঘদিন ধরে সোমবার সকাল ৮টার দিকে সরেজমিনে ওই বাজার এলাকায় গিয়ে দেখাযায় সড়কের উপর বিভিন্ন যানবাহনে করে নিয়ে আসা পাট যানবাহনের উপর রেখেই বিক্রি করা হচ্ছে,বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা রাস্তার উপর থেকে স্লিপ দিয়ে তা ক্রয় করছেন এদিকে সড়ক আটকিয়ে ব্যবসা পরিচালনা করায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষের প্রতিদিন সকাল টায় ওই সড়ক দিয়ে ঢাকা গামী একটি পরিবহন চলে বাজারের দিন তাদের বাজার পার হতে প্রায় ১ঘন্টা বা তারও বেশী সময় লাগছে বলে জানান পরিবহন চালন আতাউর,তিনি বলেন অনেক সময় আমাদের সাথে যাত্রীদের নিয়ে বাগবিদন্ডাও হয়ে থাকে আমরা এই পাটের বাজারের জন্য সময় মত গন্তব্যে পৌছাতে পারছি না, এছাড়াও একটি সাধারণ ভ্যান বা অটো গাড়ীও যেতে পারে না বাজারের সময় ওই সড়ক দিয়ে,এমনকি রোগীদের নিয়ে পড়তে হয় বিপাকে অন্যদিকে সোমবার ওই সড়ক দিয়ে বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী,বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী,কলিমহর কলেজের শিক্ষক শিক্ষার্থী,হাটবনগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,কলিমহর খলিল উদ্দিন মিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকরা নিয়মিত পড়ছেন বিপাকে আবার শুক্রবার সোমবার ওই এলাকার পাংশা শহরগামী মানুষ গুলো চরম ভোগান্তির শিকার হচ্ছে নিয়ে যেন বাজার কর্তৃপক্ষে নেই কোন পদক্ষেপ বাজারের একাধীক ব্যবসায়ীর সাথে কথা বলে জানাযায় তাদের সুবিধামত রাস্তা থেকেই তারা মালামাল ক্রয় করছে বাজার বনিক সমিতির সভাপতি সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন বলেন আমরা অনেক চেষ্টা করেছি মাঝে পুলিশ গ্রাম পুলিশ দিয়েও নিয়ন্ত্রনের চেষ্টা করেছি কিন্তু আমরা পারছি না তবে নিয়ে আগামীতে আমাদের ইউপি চেয়ারম্যানসহ আমরা পূনরায় চেষ্ঠা করব রাস্তাটি সচল রাখার



শেয়ার করুন

0 facebook: