Thursday, August 9, 2018

পাংশায় মুক্তিযোদ্ধাকে মারপিট'র ঘটনায় প্রতিবাদ সভা ॥ ইউএনও’র নিকট স্মারকলিপি পেশ

পাংশায় মুক্তিযোদ্ধাকে মারপিট'র ঘটনায় প্রতিবাদ সভা ॥ ইউএনও’র নিকট স্মারকলিপি পেশ


মাসুদ রেজা শিশির 

 রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে মারপিট করায় প্রতিবাদ সভা করেছে উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। সোমবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমানকে মারপিটের প্রতিবাদে উপজেলা পরিষদ চত্ত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ও যুদ্ধকালীন কমান্ডার আব্দুল মতিন মিয়া, কালুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট (অব:) আকামত আলী মন্ডল, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, মৃগী শহীদ দিয়ানত ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা উপজেলা সাবেক ডিপুটি কমান্ডার রোকন উদ্দিন বকুল, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র সদস্য সচিব মোঃ জহুরুল ইসলাম। প্রতিবাদ সভায় বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। প্রতিবাদ সভা শেষে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ৩ শতাধিক মুক্তিযোদ্ধার স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি পেশ করেন নেতৃবৃন্দ। মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উপজেলার মৌরাট ইউপির স্বর্ণগড়া গ্রামের বাসিন্দা। তিনি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সহকারী ইউনিট কমান্ডার ও স্বর্ণগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। প্রসঙ্গত ১৯ জুলাই স্বর্ণগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিদ্যালয়ের জমি থেকে মাটি কেটে রাস্তা নির্মাণ চলছিল। ঐ সময় আব্দুল গফুর ও তার ছেলে ফারুখ, চাঁদ আলী, নূর আলী এবং নূর আলীর ছেলে মানিক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও তার ছেলে ইউনুস আলী বেধরক মারপিট করে। এতে মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও তার ছেলে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।



শেয়ার করুন

0 facebook: