Saturday, August 4, 2018

‘ডাঃ’ লিখে প্রতারনা


ডাঃলিখে প্রতারনা

মাসুদ রেজা শিশির 

 রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে গ্রামে-গঞ্জের মোড়ে হাট-বাজারে চেম্বার নিয়ে পল্লী চিকিৎসকরা সেবা প্রদান করে আসছে তবে সেবার আড়ালে নিজেকে ডাঃ জাহির করতে সরকারী নিয়মের তোয়াক্কা না করে রোগীদের ব্যবস্থাপত্রে নিজের নামের প্রথমেই ডাঃ লিখে প্রদান করছে এতে সাধারন রোগীরা প্রতারিত হচ্ছে প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের জন্য মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছে মোঃ নজরুল ইসলাম খানঅভিযোগ সুত্রে জানাগেছে, বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামের আকবর আলী মোল্যার ছেলে মোঃ আঃ রশিদ কোন পাশের ডাক্তার নয় সে নিজেকে ডাঃ মোঃ . রশিদ ( পি.সি.এস, এম.এফ) পদবী ব্যবহার করে নিজের বাড়ীতে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত নারুয়া বাজারে আলেয়া ফার্মেসীতে বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগী দেখেন এমবিবিএস ডাক্তার না হয়েও তার ব্যবস্থাপত্রে নিজেকে ডাঃ হিসেবে জাহির করেন এছাড়াও নিজের বাড়ীতে অপগর্ভপাতসহ নানা ধরনের অপকর্মে জড়িত রয়েছে তার এহেন প্রতারনার কারণে চিকিৎসায় সাধারন মানুষ প্রতারিত হচ্ছে তার প্রতারনার বিষয়টি এলাকার সকলেই অবগত তার চিকিৎসার নামে সাধারন মানুষ প্রতারিত না হয় সেদিকে লক্ষ্য অভিযোগের প্রেক্ষিতে তদন্ত পুর্বক ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেএলাকাবাসী জানান, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে গ্রামে-গঞ্জের মোড়ে হাট-বাজারে চেম্বার নিয়ে পল্লী চিকিৎসকরা সেবা প্রদান করে আসছে তবে সেবার আড়ালে নিজেকে ডাঃ জাহির করতে সরকারী নিয়মের তোয়াক্কা না করে রোগীদের ব্যবস্থাপত্রে নিজের নামের প্রথমেই ডাঃ লিখে প্রদান করছে এতে সাধারন রোগীরা প্রতারিত হচ্ছে বিষয়টি প্রশাসনকে খতিয়ে দেখার আহবান জানিয়েছেনবালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস,এম আব্দুল্লাহ আল মুরাদ জানান, কোন পল্লী চিকিৎসক নামের পুর্বে ডা. লিখতে পারবে না যে কেউ বিষয়ে আইনের আশ্রয় নিতে পারে 



শেয়ার করুন

0 facebook: