Monday, September 10, 2018

মানবতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন আফরোজা বেগম



মানবতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন আফরোজা বেগম

পাংশায় ফেসবুকে করুন পরিনিতি তুলে ধরার পর পত্রিকার হকার সিদ্দিকর পরিবারকে ২টি গবাদী পশু প্রদান
মাসুদ রেজা শিশির ॥ 
মানুষ মানুষের জন্য পরম এই বাক্যটি আবারও প্রতিফলন হল আর্তমানবতার সেবাই এগিয়ে আসলেন নীলফামারি জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আফরোজা বেগম। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় জাতীয় ও স্থানীয় পত্রিকার বিক্রেতা হকার মোঃ সিদ্দিকুর রহমান।  সে প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত অবদি বিভিন্ন পত্রিকা বিক্রি করে দির্ঘদিন ধরে সংসার চালিয়ে আসছেন কষ্টের মধ্যে দিয়ে। এই করুন দশার চিত্র তুলে ধরে পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডিএফ পি মোঃ জয়নাল আবেদিন সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিদ্দিকুর রহমানের পরিবারের করুন অস্থার কথা তুলে ধরেন, এটি দৃষ্টি গোচর হয় নীলফামারি জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আফরোজা বেগমের  তিনি ওই পত্রিকা বিক্রেতা সিদ্দিককে ২টি গবাদি পশু ক্রয় করে দেওয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করের। রাজবাড়ীর পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাধ্যমে তা বাস্তবায়ন হয় । সোমবার বেলা সাড়ে ১১ টায় পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ কার্যালয়ের সামনে আনুষ্ঠানিক ভাবে গবাদি পশু ২টি সিদ্দিকর ১০ শ্রেণী ও ৮ম শ্রেণীতে পড়য়া ২ কণ্যার হাতে তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে তাদের হাতে গবাদি পশু তুলে দেন রাজবাড়ী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম  মোঃ আজম । পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার মোঃ সফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মোছাঃ নুরুন্নাহার বেগম,পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ নুরুল ইসলাম, ডা. আব্দুল কুদ্দুস ,ডা.আঞ্জুয়ারা সুমি প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি রাজবাড়ী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক  গোলাম  মোঃ আজম পত্রিকার হকার সিদ্দিক এর ২ মেয়েকে ভাল করে পড়ালেখা করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করে সমাজের বিত্তবান লোকদের আত্বমানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান। সভাপতির বক্তব্য খোন্দকার সফিকুল ইসলাম বলেন আমরা সকলেই যার যার অবস্থান থেকে যদি মাবতার সেবায় এগিয়ে আসি তা হলে আমাদের সমাজে বৈশম্য দূরকরন করা সম্ভব।


শেয়ার করুন

0 facebook: