Friday, September 7, 2018

পাংশায় খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় মৌরাটে চাউল বিতরন




পাংশায় খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় মৌরাটে চাউল বিতরন


মাসুদ রেজা শিশির 

 রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচীর চাউল বিতরণ চলছে গতকাল বৃহস্পতিবার উপজেলার মৌরাট ইউপির  ০৩ টি স্পটে ১৭৩৯ জন সুবিধা ভূগিদের মধ্যে ১০ টাকা কেজি দরে চাউল বিক্রি হতে দেখা গিয়েছে মৌরাট ইউপি .লীগের সভাপতি মোহাম্মদ আলী সরদার বলেন জননেত্রী শেখ হাসিনার দেওয়া চাউল সাধারণ মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছে তিনি বলেন আমি ৫৮০ জনের মধ্যে এই চাউল বিতরণ করেছি মৌরাট ইউপি .লীগের যগ্ন সাধারণ সম্পাদক বাগদুলী বাজার বনিক সমিতির সভাপতি মোঃ কেসমত আলী বলেন আমরা সরকারের এই পদক্ষে অত্যান্ত যুগ উপযোগী আমাদের সরকারের নির্বাচনী এশতেহারে ১০ টাকা কেজি চাউল খাওয়ানোর প্রতিশ্রতি দিয়েছিলেন আমাদের নেত্রী শেখ হাসিনা সেই প্রতিশ্রুতি আমাদের নেত্রী বাস্তবায়ন করেছেন তিনি বলেন আমি ডিরার হিসাবে ৩০ কেজির একটি বস্তা সুবিধা ভূগিদের মধ্যে তুলে দিতে পারছি মৌরাট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান এর ছেলে ব্যবসায়ী ডিলার মোঃ মজিবুর রহমান প্রামানিক বলেন-শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচী চলছে আমরা তা বাস্তবায়ন করে চলছি নিরলশ ভাবে বিতরনী এলাকায় গিয়ে দেখা যায় ক্রেতারা লাইন ধরে প্রতি জন প্রতি ৩০ কেজি করে চাউল বিক্রি করছেন শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচী চলছে



শেয়ার করুন

0 facebook: