Wednesday, September 12, 2018

পাংশার মাছপাড়ায় রশি দ-স্লিপ ছাড়াই ট্রাক থেকে টাকা নেওয়া হচ্ছে ॥ হতবাক চালকরা

পাংশার মাছপাড়ায় রশি
দ-স্লিপ ছাড়াই ট্রাক থেকে টাকা নেওয়া হচ্ছে ॥  হতবাক চালকরা 

পাংশা প্রতিনিধি  

 রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়ায় রয়েছে বেশ সুনামধন্য একটি বাজার যে বাজারে প্রতিনিয়ত কৃষক তার উৎপাদিত পন্য বিক্রি করে আসছেন দির্ঘদিন ধরে। ওই বাজারের ব্যবসায়ীরা পূন্য ক্রয় করে তা দেশের বিভিন্ন এলাকায় পৌছে দিচ্ছেন প্রতিনিয়ত। এ পন্য পরিবহন করতে গিয়ে বিপাকে পড়ছে ট্রাক মালিক ও চালকেরা। ট্রাক মালিক ও চালকেরা অভিযোগ করে বলেন এ বাজার থেকে মাল লোড করলেই দিতে হয় চাদা তাও আবার কোন রশিদ বা স্লিপ ছাড়াই। ট্রাক চালক (কুষ্টিয়া ট-১১-১৮৬৫) মোশারফ হোসেন বলেন এই বাজার থেকে ঢাকায় কোন টিপ নিলে ৮শ থেকে ১হাজার টাকা দিতে হয় আর রাজবাড়ী টিপ নিলে ৪/৫ শত টাকা দিতে হয় বলে তিনি অভিযোগ করেন।  কারা এই টাকা নেই এ বিষযে তিনি বলেন আমিতো সবার চিনি না তবে বেশীর ভাগ সময় সুনাই,রিংকু,সেকেন,সেলিমসহ বেশ কয়েকজন আসে তারাই টাকা নেয়। অপর ট্রাক চালক (ঢাকা মেট্রে ১৪-৩২৫৬) মোঃ শাহজাহান আলী বলেন ভাই আমোদের কিছু করার নেই প্রতিনিয়তই এখানে চাদ দিতে হচ্ছে তিনি বলেন স্লিপ ছাড়াই তারা আমাদের কাছ থেকে জোর করে টাকা নেয়। চালকরা জানান এ বাজার এলাকা থেকে প্রায় প্রতিদিন ১০-১২ টি ট্রাক বিভিন্ন মালামাল নিয়ে দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে। স্থানীয়রা মনে করেন বাজারের সুমান ধরে রাখতে অবিলম্বে এই চাদাবাজী বন্ধ করা প্রয়োজন। 



শেয়ার করুন

0 facebook: