Saturday, September 8, 2018

পাংশায় নদী ভাঙ্গনে ক্ষতিগস্থ পরিবারের মধ্যে ত্রান বিতরন



পাংশায় নদী ভাঙ্গনে ক্ষতিগস্থ পরিবারের মধ্যে ত্রান বিতরন

মাসুদ রেজা শিশির 

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউপির শাহমিরপুর গ্রামে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৩৪টি পরিবারের মধ্যে শুক্রবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কর্তৃক ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের মধ্যে ৫কেজি চাউল, ১ কেজি মুড়ি,১কেজি ডাউল,১তৈল,১কেজি লবন,১কেজি চিনি,১বস্ক বিস্কুট, ১২পিস মোবমাতি,১কেজি চিড়া,১বস্ক ম্যাস প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় শাহমিরপুর বিজ্র এলাকায় এ ত্রান সামগ্রী বিতরন করা হয়। এ সময় পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান,হাবাসপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মন্ডল,নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবার সমূহের লোকজনসহ ওই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সম্প্রতি সময়ে পাংশা উপজেলার হাবসপুর ইউপির পদ্মা নদী এলাকায় বেশ কয়েকটি পয়েন্টে ভাঙ্গন শুরু হয়েছে।



শেয়ার করুন

0 facebook: