Tuesday, October 2, 2018

পাংশায় মা ইলিশ রক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত



পাংশায় মা ইলিশ রক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

মাসুদ রেজা শিশির 

 রাজবাড়ীর পাংশা উপজেলা মৎস্য অধিদপ্তরের  আয়োজনে সোমবার বিকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিতলা বাজার সংলগ্ন কালিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে  মা ইলিশ রক্ষা বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা ( অ.দা.) মো: আব্দুস সালাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বাহাদুরপুর পুলিশ (তদন্দ) কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ সাজ্জাদ হোসেন বক্তব্য রাখেন। এ সময় জনপ্রতিনিধিসহ ৩ শতাধীক জেলেসহ অন্যান্য সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, আপনারা আগামী ৭ অক্টোবর হতে ২৮ অক্টোবর,২০১৮ পর্যন্ত ইলিশ ধরা থেকে বিরত থাকুন,অন্যথায় আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি ইলিশ রক্ষা করলে আমরা লক্ষ লক্ষ ইলিশ পাব। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম বলেন,ইলিশ আমাদের জাতীয় সম্পদ একটি বাংলাদেশী মা ইলিশ আকার অনুসারে ৩ লক্ষ থেকে ২১ লক্ষ পর্যন্ত ডিম দিতে পারে। তাই নিজের স্বার্থে, দেশের স্বার্থে ইলিশ ধরা বন্ধ রাখুন। পুলিশ পরিদর্শক বলেন,বিগত বছরের তুলনায় এবার আমরা আরও বেশি সজাগ থাকব। 


শেয়ার করুন

0 facebook: