Sunday, November 18, 2018

তারেক রহমানের ফাঁসির দাবীতে পাংশায় ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল

তারেক রহমানের ফাঁসির দাবীতে পাংশায় ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল


পাংশা প্রতিনিধি 

 দীর্ঘ ১৪ বছর পর বুধবার ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামীলীগের মহাসমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। ঐদিন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও ২৪ জন দলীয় নেতাকর্মী নিহত হন। আহত হন দলের তিন শতাধিক নেতাকর্মী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ৪৯ জনের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে দুইটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে তারেক রহমান ও হারিস চৌধুরীসহ পলাতক ১৮ জন। বাকি আসামীরা বর্তমানে কারাগারে রয়েছেন।
২১শে আগস্ট গ্রেনেড হামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামীদের ফাঁসির দাবীতে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজবাড়ীর পাংশা উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ বিক্ষোভ মিছিল করেছে। পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফজলুল হক ফরহাদ, যুগ্ম-আহ্বায়ক জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, পাংশা পৌর ছাত্রলীগের সভাপতি সাগর আহমেদ জুয়েল এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পাংশা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের ২১শে আগস্ট গ্রেনেড হামলার আসামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফাঁসির দাবিতে শ্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ মিছিলে প্রায় ৫ শতাধিক যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী অংশগ্রহণ করে।



শেয়ার করুন

0 facebook: