Monday, November 19, 2018

সল্প সময়ে পবিত্র কুরআন মুখস্ত করে আলোচনায় ৩ শিক্ষার্থী

সল্প সময়ে পবিত্র কুরআন মুখস্ত করে আলোচনায় ৩ শিক্ষার্থী 

আজিজপুর রশীদিয়া কওমিয়া মাদ্রাসার বিস্ময়কর শিক্ষার্থীদের কৃতিত্বে এলাকায় সারা ফেলেছে

মাসুদ রেজা শিশির 





 মাত্র ৪ মাস ১৮ দিনে ওমর ফারুখ সুমন, ৪মাস ২২ দিনে আব্দুল্লাহ সরদার,ও সর্বমেষ গতকাল রবিবার সকালে আবু নাঈম ৫ মাস ৪দিনে পবিত্র কুরআনুল কারিমের হাফেজ হয়ে আলোচনার শীর্ষে উঠেছে পাংশা পৌর শহরের আজিজপুর রশীদিয়া কাওমিয়া মাদ্রাসার ৩ শিক্ষার্থী। জানাগেছে ওমর ফারুখ সুমন মাত্র ৪ মাস ২২ দিনে পবিত্র কুরআন মুখন্ত করে হাফেজ হয়েছে ওমর ফারুখ উপজেলার হাবাসপুর গ্রামের জালাল উদ্দিন বিশ্বাসের ছেলে। উপজেলার মৌরাট ইউপির চর হরিনাডাঙ্গা গ্রামের সানাউদ্দিন সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার ৪ মাস ২২ দিনে হাফেজ হয়েছেন একই সাথে ওই মাদ্রাসার অপর শিক্ষার্থী আবু নাঈম ৫মাস ৪ দিনে পবিত্র কুরআনুল কারিমের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেন।  নাঈম উপজেলার পাট্টা ইউপির মুছিদাহ খামারডাঙ্গা গ্রামের মুজাহার মন্ডলের ছেলে। আজিজপুর রশীদিয়া কওমিয়া মাদ্রাসার নায়েবী মুহতামীম মাওলানা আব্দুল আলীম জানান মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল হাকিম,আল-আমিন ও আলমগীর হোসেন’র সার্বিক তত্বাবধায়নে থেকে অল্প সময়ে পবিত্র কুরআন মজিদ সম্পূনরুপে মুখস্ত করায় আল্লাহর নিকট শুকরিয়া জানায় সেই সাথে তারা  যেন বড় হয়ে দেশ ও জাতির কল্যানে ইসলামের ক্ষেদমতে আল্লাহ পাক কবুল করেন। মাদ্রাসার মুহতামীম মোঃ ইয়াছিন আলী বিশ্বাস জানান আগামী ১৯ ও ২০ নভেম্বর ২দিন ব্যাপী ১৭ তম তাফসীরুল কুরআন মাহফিলের মাধ্যমে এই তিন কৃতি শিক্ষার্থীর পাশাপাশি মোট ৬জন হাফেজ শিক্ষার্থীকে কুরআন মজিদ সম্পূনরুপে মুখস্ত করায় তাদের পাগড়ী প্রদান করা হবে।  আগামী বছর ওই মাদ্রাসা থেকে প্রায় ১৫ জন শিক্ষার্থী কুরআনের হাফেজ হবেন বলে নায়েবে মুহতামীম আশা প্রকাশ করেন। আজিজপুর রশীদিয়া কওমিয়া মাদ্রাসাটি দির্ঘদিন ধরে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। প্রসঙ্গত গত বছর মাহফিলের মাধ্যমে ১৮ জন হাফেজ কে পাগড়ী প্রদান করা হয়েছিল।  এদিকে এ কৃত্বিত অর্জন করায় শিক্ষার্থীর অভিভাবক,পরিচালনা কমিটি,শিক্ষক মন্ডলীসহ এলাকাবাসির মধ্যে খুশির আমেজ বিরাজ করছে এই সাথে সকলেই আল্লাহ শুকরিয়া আদায় করেন। 



শেয়ার করুন

0 facebook: