Monday, December 3, 2018

পাংশায় জোর করে কৃষকের জমি দখলের অভিযোগ


পাংশায় জোর করে কৃষকের জমি দখলের অভিযোগ 

প্রতিনিধি

  রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউপির নিভা গ্রামের দরিদ্র এক কৃষকের জমি জবর দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবী প্রভাবশালী একটি মহলের ইন্ধনে চলছে জবর দখল। নিভা গ্রামের মৃত আফাজ উদ্দিন মন্ডলের ছেলে বদর উদ্দিন মন্ডলের নিকট থেকে ২০১৩ একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে মোঃ চান্নু মন্ডল নিভা মৌজার এস,এ -১৯৫ নং বিএস ফাইনাল ২৫৩ নং খতিয়ান ভূক্ত দাগ এস এ ৫৩৪ ও বিএস ৯৬৪ নং দাগ থেকে ০৯ শতাংশ জমি ৯১১১ নং দলিল মূলে ক্রয় করে ভোগ দখল করে আসছিল। চান্নু মন্ডলের পিতা আতিয়ার রহমান মন্ডল জানান জমি ক্রয়ের পর থেকে বিভিন্ন কৃষি ফসল রোপন করে আসছিলাম আমরা গত সোমবার ২৬ নভেম্বর সকালে একটি প্রভাবশালী মহলের ইন্দনে বিলজালিয়া গ্রামের বাবর আলীর ছেলে নুরআলী পাওয়ার ট্রিলার দিয়ে আমাদের রোপন করা গম ভেঙ্গে দিয়ে জবর দখল করে নিয়েছে। এদিকে কৃষক আতিয়ার রহমানের পরিবারটি দরিদ্র হওয়ায় বিভিন্ন জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা না বলতে তাকে নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এদিকে নুর আলীর সাথে কথা বলতে গিলে তাকে বাড়ী পাওয়া যায়নি এ বিষয়ে পাট্টা ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিফাত আরা মাসুক বলেন আনোয়ার মন্ডলরা আমেদের জমিই দখল করে রেখেছিল সেটা উর্দ্ধার করেছি মাত্র।  



শেয়ার করুন

0 facebook: