Sunday, April 28, 2019

কালুখালী উপজেলা নির্বাচনকে সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আ.লীগ নেতা হক

বিশেষ প্রতিনিধি 

 রাজবাড়ী জেলার ৫টি উপজেলার মধ্যে ৪টি উপজেলায় গত ২৪ মার্চ অবাদ সুষ্ঠু শান্তিপূর্ন ভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলার একমাত্র উপজেলা কালুখালী।  এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে শেষ ধাপে। এ নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন সময়ের আলোচিত সাহসী নেতা বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পপনা উপ-কমিটির কার্য নির্বাহী সদস্য, দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রচার প্রচারনা চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। তিনি ইতিমধ্যে বিভিন্ন হাট বাজারে পথসভা গনসংযোগ শুরু করেছেন। একই সাথে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নানা কর্মসূচীতে যোগদান করছেন তিনি। শুক্রবার ও শনিবার উপজেলার রতনদিয়া,বোয়ালিয়া,মাজবাড়ী ইউনিয়নের বিভিন্ন স্থানে নেতা কর্মীদের সাথে নিয়ে মাঠ চষে বেড়িয়েছেন সেই সাথে বিভিন্ন স্থানে উঠান বৈঠকে বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের উপর রাখছেন বক্তব্য। এ সরকারের আমলে দেশের সকল সেক্টেরে ব্যাপক উন্নয়ন হয়েছে এ সরকার সাধারণ মানুষের ১০ টাকা কেজি চাউল দিয়েছে,গৃহহীনদের দিয়েছে মাথা গুজার ঠাই,সরকার নিজেদের অর্থায়ানে পদ্মা সেতুর মত মেগা প্রকল্প গ্রহণ করে দেশের সামগ্রীক উন্নয়ন সাধিত করে চলছেন বলে বিভিন্ন পথ সভায় এসব কথা বলেন নুরে আলম সিদ্দিকী হক।  নুরে আলম সিদ্দিকী হক বলেন, আশা করছি বিভিন্ন উপজেলায় অনুষ্ঠিত নির্বাচন সমূহ যে ভাবে অবাধ সুষ্ঠু ও নিরোপেক্ষ হয়েছে আমাদের কালুখালীতে এরূপ হবে। ইনশাআল্লাহ জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি। ভোটারগন এখন সচেতন তাই তারা তাদের পছন্দের প্রার্থীকেই বেছে নিবেন। স্থানীয় ভোটারদের সাথে কথা বললে তারা জানান, নুরে আলম সিদ্দিকী হক সাধারণ মানুষের কাতারের লোক। সবধরনের লোকের সাথে রয়েছে তার ভালবাসা। গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধান করা তার অতীত ঐতিহ্য। যে কারনে খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে রয়েছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা। আওয়ামীলীগ নেতা উপজেলা  চেয়ারম্যান প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক বলেন, গত নির্বাচনে কালুখালীর জনগন আমার সাথে ছিলো। এবারও এ জনপদের মানুষ আমার সাথে আছে,থাকবে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা তথা আওয়ামীলীগের কল্যাণে কাজ করে আসছি। সামনের দিনেও জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে এই নির্বাচনে অংশ গ্রহন করছি। আসন্ন কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে কালুখালীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি। নুরে আলম সিদ্দিকী হক কালুখালী উপজেলার সর্বস্তরের মানুষের নিকট দোয়া-আশির্বাদ ও সহযোগীতা কামনা করেছেন।


শেয়ার করুন

0 facebook: