Monday, April 29, 2019

শৈলকুপায় ইভটিজিং করার অপরাধে যুবকের কারাদন্ড

টিপু সুলতান
২৮ এপ্রিল ২০১৯
ঝিনাইদহের শৈলকুপায় ইভটিজিং করার অপরাধে জাহিদুল ইসলাম (১৯) নামের এক বখাটে যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ উসমান গনি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রোববার বিকেলে শৈলকুপা সরকারী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। বখাটে যুবক উপজেলার চরবাখরবা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ইভটিজিং করছিল জাহিদুল নামের এক বখাটে যুবক। এমন সংবাদের ভিত্তিতে তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত। প্রকাশ্য দিবালোকে ইভটিজিং করার অপরাধে ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করেছে ভ্রাম্যমান আদালত।

Attachments area

শেয়ার করুন

0 facebook: