Monday, April 29, 2019

ট্রেন যাত্রীদের মালামাল চুরি পার্বতীপুরে সংঘবদ্ধ মহিলা অপরাধী দলের ৫ সদস্য গ্রেফতার

২৯ এপ্রিল ২০১৯

এম এ আলম বাবলু

আন্তঃনগর ট্রেন যাত্রীদের মালামাল চুরি সংঘবদ্ধ মহিলা অপরাধী দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। আন্তঃনগর তীতুমীর এক্সপ্রেস ট্রেন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকেলে গ্রেফতারকৃত মহিলা অপরাধী দলের ৫ সদস্যকে দিনাজপুর জেলা আদালতে পাঠিয়েছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। 

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনাচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান জানান, একটি মহিলা সংঘবদ্ধ অপরাধী চক্র বেশ কিছুদিন ধরে বিভিন্ন আন্তঃনগর ট্রেনে ট্রেন যাত্রীদের পকেট মারা থেকে শুরু করে মালামাল চুরি করে আসছিল। এরই প্রেক্ষিতে রেলওয়ে পুলিশ তাদেরকে ধরতে বিভিন্ন ট্রেনে অভিযান চালায়। পুলিশের অব্যাহত এই অভিযানে রবিবার রাজশাহী থেকে চিলাহাটীগামী আন্তঃনগর তীতুমীর এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশনে ঢুকার প্রাক্কালে ট্রেন যাত্রী শ্রীমতি কাকলী রানী মহন্তের গলায় থাকা স্বর্ণের চেইন চুরি করার চেষ্টাকালে ট্রেনে কর্তব্যরত রেলওয়ে পুলিশ সংঘবদ্ধ মহিলা অপরাধী দলের ৫ সদস্যকে হাতেনাতে ধরে ফেলে। সংঘবদ্ধ মহিলা অপরাধী দলের গ্রেফতারকৃত সদস্যদের মধ্যে রয়েছে মোছাঃ কুলসুমা বেগম (৩০), স্বামী-মোঃ সায়েদ মিয়া, মোছাঃ আলেমা বেগম (৩০), স্বামী-মোঃ মারাজ মিয়া, মোছাঃ জুলেখা বেগম (২৫), স্বামী-মোঃ তাহের মিয়া, মোছাঃ তছলিমা বেগম (৩০), স্বামী-মোঃ মাসুদ মিয়া, মোছাঃ মনোয়ারা বেগম (৩৫), স্বামী-মোঃ কালা মিয়া, সর্বসাং-ডরমন্ডল (পূর্ব পাড়া), থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। গ্রেফতারকৃত সংঘবদ্ধ মহিলা অপরাধী দলের ৫সদস্যের বিরুদ্ধে পার্বতীপুর রেলওয়ে থানায় ৩৭৯/৫১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার বিকেলে গ্রেফতারকৃতদের দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে। 



শেয়ার করুন

0 facebook: