Friday, April 26, 2019

পাংশায় ৩০ এপ্রিল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন

মাসুদ রেজা শিশির
 রাজবাড়ীর পাংশা উপজেলা আগামী ৩০ এপ্রিল থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন শুরু হবে। রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি প্রধান অতিথি হিসাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন’র উদ্বোধন করবেন। 


এ উপলক্ষে বৃহস্পতিবার পাংশা উপজেলা নির্বাহী অফিসার’র কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম’র সভাপতিত্বে উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আলীম,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম,মাছপাড়া ইউপি চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো,বাবুপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার,মৌরাট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক,বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির শাকিল,কলিমহর ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল মন্ডল প্রমুখ। 

৩০ এপ্রিল পাংশা পৌরসভার নাগরিকদের পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় স্কুলে,৯ মে বাবুপাড়া ইউনিয়নের পাংশা প্রোপার দারুল ইসলাম দাখিল মাদ্রাসা,১৪ মে মৌরাট ইউনিয়নের বাগদুলী উচ্চ বিদ্যালয়,২২ মে যশাই ইউনিয়নের ভেল্লাবাড়ীয়া সরকারী উচ্চ বিদ্যালয়,২৯ মে হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী বালিকা উচ্চ বিদ্যালয়,১৭ জুন বাহাদুরপুর ইউপির শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়,২৪ জুন মাছপাড়া ইউপির মাছপাড়া উচ্চ বিদ্যালয়,০১ জুলাই কলিমহর ইউপির সাজুরিয়া উচ্চ বিদ্যালয়,৬ জুলাই সরিষা ইউনিয়নের সরিষা প্রেমটিয়া উচ্চ বিদ্যালয়,১১ জুলাই পাট্টা ইউপির পাট্টা জোনা উচ্চ বিদ্যালয়,ও ১৭ জুলাই কসবামাজাইল ইউপির কসবামাজাইল এ.এইচ উচ্চ বিদ্যালয় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন করা হবে। 

শেয়ার করুন

0 facebook: