Monday, May 20, 2019

কালুখালীতে নৌকা উঠল কাজী সাইফুলের হাতে


মাসুদ রেজা শিশির

 পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ১৮ জুন । এ নির্বাচনের শেষ ধাপে অনুষ্ঠিত হবে রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে প্রচার-প্রচারণা ও দলের স্থানীয় নেতাকর্মীসহ কেন্দ্রে যোগাযোগ অব্যাহত রেখেছিলেন মনোনয়ন প্রত্যাশীরা। তবে এ উপজেলায় অন্য কোনো বড় রাজনৈতিক দলের প্রার্থীদের নির্বাচনী মাঠে দেখা যায়নি। এদিকে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কালুখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান কাজী সাইফুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। রোববার (১৯ মে) প্রধান মন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন দলীয় মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলটির উপ-দফতর সম্পাদক ব্যরিস্টার বিল্পব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  এদিকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন কাজী সাইফুল ইসলাম। এছাড়া স্থানীয় এমপি, জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে আগামী ১৮ জুনের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেছেন  উল্লেখ্য, রাজবাড়ীর ৫টি উপজেলার ৪টিতে ৩য় ধাপে গত ২৪ মার্চ ভোট গ্রহণ করা হয়। আগামী ১৮ জুন ৫ম ও শেষ ধাপে অনুষ্ঠিত হবে কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন। ২০১০ সালে ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় এই উপজেলা । এবারের নির্বাচনের মধ্যে দিয়ে ২য় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন। বিগত নির্বাচনে কাজী সাইফুল ইসলাম জনগনের ভোটে নির্বাচিত হয়ে কালুখালী বাসির সেবা করে চলছেন আগামীতেই ওই সেবা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যায় ব্যাক্ত করেছেন। 


শেয়ার করুন

0 facebook: